ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দোহা।
রয়টার্স জানায়, বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় আছে- চীন, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, সিরিয়া, মিসর, লেবানন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন ও থাইল্যান্ড। এছাড়া সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে ইতালির সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে দেশটি। কাতারে গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ জন।
আলজাজিরা জানায়, কাতারে প্রতিবেশি দেশ ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৯৪ জন। করোনার উৎপত্তিস্থল চীন এবং ইউরোপের দেশ ইতালীর পর ইরানে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৬।
সৌদি আরবে এখন পর্যন্ত ১১ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও বেশি।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.