নিজস্ব প্রতিবেদক:
মোবাইলের ক্যামেরায় যে যার নিজের অংশটুকু শুট করেছি। প্রথমে মনে হচ্ছিল কাজটা বেশ কঠিন, নাও পারতে পারি। কারণ মোবাইল হাতে ধরে শুটিং এই প্রথম। কিন্তু সেই জড়তা কাটতে বেশি সময় লাগেনি।
জড়তা কেটে যাওয়ার পর থেকে কাজটি খুব উপভোগ করেছি। আশা করি, চলচ্চিত্রর কাহিনি ও অভিনয় সবার ভালো লাগবে। এভাবেই নিজের অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতা কথা বলছিলেন রাফিয়াথ রশীদ মিথিলা।
করোনা সবাই লকডাউনের কারণে ঘরবন্দি। এই বন্দিদশা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এই শিল্পী। চলচ্চিত্রে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেতা বিক্রম চ্যাটার্জি।
যৌথভাবে এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশের প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরি ও কলকাতার টিভিওয়ালা মিডিয়া।
এই চলচ্চিত্র পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। ‘দূরে থাকা কাছের মানুষ’ নামে গতকাল ইউটিউবে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।
বিক্রম চ্যাটার্জি বলেন, চলচ্চিত্রটির গল্প ভীষণ সেনসিটিভ। অনেক বছর পর দুজন মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে। পুরো চিত্রনাট্য জুড়ে একটা গভীর বন্ধুত্বের সুবাস ছড়িয়ে ছিল। এই ছবির বিশেষত্ব হলো ক্যামেরা, মেকআপ সব বিভাগের কাজ নিজেই সামলেছি, আমি কলকাতায় মিথিলা ঢাকায়।
জানান, লকডাউনের সমস্ত নিয়মকানুন মেনে বাড়িতে বসেই হয়েছে শুট। কাজটি ছিলো বেশ কঠিন, তবে টিম ওয়ার্কের কারণেই সম্ভব হয়েছে। আশা করিছি,যে উদ্দেশ্যে চলচ্চিত্রটি বানানো হয়েছে, তা সফল হবে এবং এটি সবার ভালো লাগবে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.