বিনোদন ডেস্ক :
এবার করোনাকে হার মানিয়ে সুস্থ হয়ে ফিরলেন এইচবিও’র মহাকাব্যিক টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ অভিনেতা ক্রিস্টোফার হিভজু। তিনি ও তার স্ত্রী করোনামুক্ত হয়ে সুস্থ হওয়ার কথা জানান এই অভিনেতা নিজেই।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ও তার স্ত্রীর স্বাস্থ্যের খবর জানান নরওয়েজিয়ান অভিনেতা ক্রিাস্টোফার।
৪১ বছর বয়সী অভিনেতা ক্রিস্টোফার তার শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। এই বৈশ্বিক মহামারিতে সবাই যেন সবার পাশে থাকেন, সেই আর্জি জানিয়েছেন তিনি।
তিনি লেখেন, আমি ও আমার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন আমরা একেবারেই সেরে উঠেছি। এখন ভালো আছি। আমাদের বেশ কয়েক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। করোনার সব উপসর্গ দূর হওয়ার পরও আমরা কয়েকদিন ঘরবন্দি ছিলাম। এখন আমরা চূড়ান্তভাবেই নিরাপদ ও ভালো আছি। আমাদের ভাগ্য ভালো যে, আমাদের কোভিড-১৯’র লক্ষণ মৃদু ছিল। কিন্তু যাদের ভাইরাসটি আরও ভয়াবহভাবে আক্রান্ত করেছে এবং যারা স্বজন হারিয়েছেন, তাদের নিয়েই আমাদের দুশ্চিন্তা।
উল্লেখ্য, গত মাসেই ক্রিস্টোফার হিভজু ও তার স্ত্রী গ্রাই মোলভর করোনায় আক্রান্ত হন। ক্রিস্টোফার ছাড়াও হলিউড অভিনেতা ইদ্রিস এলবা ও তার স্ত্রী সাবরিনা, টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলিয়ামস, অভিনেত্রী সারা বেরিলস প্রমুখ করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সাননিউজ/আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.