নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান করোনা পরিস্থিতি সাবনে আরও কঠিন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে আছে। এই দুর্যোগে দেশ ও জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বর্তমানে করোনা আক্রান্ত ২১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম। সামনে আরও কঠিন সময় আসছে বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাহসিকভাবে প্রস্তুত থেকে এই চ্যালেঞ্জিং সময় অতিক্রম করতে হবে আমাদের। এ জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.