আন্তর্জাতিক ডেস্ক:
করোনা ঝুঁকিতে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কারণ তিনি এমন এক সমাজকর্মীর সংস্পর্শে এসেছিলেন যিনি নিজে করোনা ভাইরাসে আক্রান্ত।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, ২১ এপ্রিল মঙ্গলবার সমাজকর্মী আবদুল সাত্তার ইদহির ছেলে এবং ইদহি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইদহির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
ইদহির ছেলে ডনকে জানান, তার বাবা ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করতে ইসলামাবাদে গিয়েছিলেন। এরপরই তিনি গত সপ্তাহে করোনা লক্ষণে ভুগতে শুরু করেন।
করোনা সংক্রমণের শিকার হওয়ার পরেও ফয়সাল ইদাহি কোনো হাসপাতালে ভর্তি হননি বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম।
ইসলামাবাদের নিজ বাড়িতেই ফয়সাল ইদহি নিজেকে সেলফ আইসোলেশেন রেখেছেন বলে জানা গেছে।
এরইমধ্যে পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার দুশ ১৬ জন। আর মারা গেছেন ১৯২ জন।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.