আন্তর্জাতিক

করোনা আতঙ্কে সিকিম ভ্রমণে নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার প্রকোপে এবার বাধা পড়ছে পর্যটনেও। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানেও এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ভারতে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে চেষ্টার কোনও কমতি রাখছে না কেন্দ্র সরকার। পরিস্থিতি বিবেচনায় ভারতের পর্যটন রাজ্য সিকিমে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) দেওয়া এক বিবৃতির মাধ্যমে সিকিম কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানিয়েছে।

সিকিম কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। পর্যটন এলাকা হিসেবে সিকিমেও এই ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ কারণে করোনার বিস্তার ঠেকাতে রাজ্যটিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। সিদ্ধান্ত অনুযায়ী কোনো বিদেশি নাগরিক এখন থেকে সিকিম ভ্রমণ করতে পারবেন না।

করোনা থেকে বাঁচতে ইতিমধ্যেই বিদেশ সফর বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় করোনা ভাইরাস নিয়ে আলোচনার সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেন, “আমি নিজে এই পরিস্থিতির উপর নজর রাখছি। মন্ত্রিসভার বাকি সদস্যরাও প্রতিদিন পরিস্থিতির নজরদারি করে চলেছেন।”

এদিকে ভারতের ২১টি বিমানবন্দরে এখনও প্রায় ছ’লক্ষেরও বেশি যাত্রীকে বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। আগে ১২টি দেশের যাত্রীদের ভারতে প্রবেশের আগে স্ক্রিনিং করলেও এখন প্রতিটি দেশের যাত্রীদের প্রবেশের সময়েও স্ক্রিনিং করার নির্দেশ জারি করা হয়েছে। যাদের শরীরে করোনা বাসা বেঁধেছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে সতর্ক থাকার কারণে হোলি খেলবেন না বলে বুধবারই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই কারণে রাষ্ট্রপতি ভবনেও বাতিল করা হয়েছে হোলি অনুষ্ঠান। বুধবার সে কথা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩২৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯৫ হাজার মানুষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বামীর শাস্তির দাবিতে স্ত্রী’র সম্মেলন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

ডিভোর্স নিয়ে যা বললেন রাজ 

বিনোদন ডেস্ক: অবশেষে ভেঙেই গেল ঢা...

২২ দিন ইলিশ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ 

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে প্রধান...

শিক্ষককে চেনেন না নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই!

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

দাম না পেয়ে পুঁজি হারানোর শঙ্কায় পাটচাষিরা

বেনাপোল প্রতিনিধি: পাট চাষে উৎপাদ...

হস্তক্ষেপ নয়, সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো...

ভারত গেল প্রথম চালানের ইলিশ 

নিজন্ব প্রতিবেদক: ভারতে দুর্গাপূজ...

পাকিস্তানের নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তা...

হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: হবিগঞ্জে চাঞ্চল্য...

মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে মাদকের পৃথক দুটি মামলায় ৩ জনকে যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা