স্পোর্টস ডেস্ক:
মরণব্যাধি করোনায় আক্রান্ত স্পেনের শীর্ষ দুটি লিগের ৫ জন খেলোয়াড়। পাঁচ খেলোয়াড়ের শরীরে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।
তবে আক্রান্তদের কারও নাম প্রকাশ করা হয়নি। তবে ওই পাঁচ খেলোয়াড়ের একজন যে রিয়াল সোসিয়েদাদের এই গোলকিপার অ্যালেক্স রেমিরো, সেটা তিনি নিজেই ফাঁস করে দিলেন!
স্পেনের একটি টিভি চ্যানেলকে রেমিরো বলেন, 'কিছুদিন ধরে শরীর খারাপ লাগছিল, আবার ঠিক হয়ে যাচ্ছিল। তবে অনুশীলনে যোগ দেয়ার আগে ক্লাবের পক্ষ থেকে করা পরীক্ষায় আমার করোনা পজিটিভ হয়। আমি এখন গৃহবন্দি হয়ে আছি। চিকিৎসকের পরামর্শে সবকিছু করছি। বর্তমানে আমি আইসোলেশনে আছি। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে উঠব।'
গত সপ্তাহ থেকে স্পেনের শীর্ষ লিগ ও দ্বিতীয় বিভাগের খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়া হয়। জুনের মাঝামাঝি লা লিগা পুনরায় শুরু করার প্রাথমিক ধাপ হিসেবে ক্লাবগুলকে এই অনুমতি দিয়েছে স্প্যানিশ সরকার। তবে ফুটবলারদের মাঝে করোনা সংক্রমণ শুরু হওয়ায় অনুশীলন নিয়ে আবারও হয়তো ভাবতে হচ্ছে লা লিগা কমিটিকে।
সান নিউজ/ আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.