ইন্টরন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শরীরে করোনাভাইরাস ধরা পড়ার ১০ দিন পর তিনি হাসপাতালে ভর্তি হলেন।
রোববার তার কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে এই তথ্য জানানো হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে প্রধানমন্ত্রী আজ রাতে হাসপাতালে পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন।
এতে বলা হয়েছে, 'প্রধানমন্ত্রীর করোনা ধরা পড়ার ১০ দিন পর করোনার প্রথাগত উপসর্গ থাকায় পূর্ব সতর্কতামূলক এ পদক্ষেপ নেয়া হয়েছে।
গত ২৭ মার্চ করোনা ধরা পড়ার পর ডাউনিং স্ট্রিটের একটি ফ্ল্যাটে সেল্ফ আইসোলেশনে চলে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.