নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২১৪ জন।
শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ৬৩৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা গেছে। ফলে এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৭০।
তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন। ফলে এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ২ হাজার ৪১৪ জন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।
এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছে ৪০ লাখ ২৭ হাজার ৪০২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ লাখ ৯৩ হাজার ৮২৭ জন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.