আন্তর্জাতিক ডেস্ক:
করোনার আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। এর প্রতিরোধে নিজেদের মতো করে সতর্কতা অবলম্বন করছেন সবাই। মাস্ক, গ্লাভস ইত্যাদি পরার পাশাপাশি ঘর-বাড়িও পরিষ্কার রাখছেন।
তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সম্প্রতি চীনের এক নারী যা করেছেন তা সত্যি অবাক করার মতো বটে!
কাগজের নোটের মাধ্যমে যাতে করোনার সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সেজন্য ওই নারী টাকা জীবাণুমুক্ত করতে গিয়ে পুড়িয়ে ফেলেন ২৮ হাজার টাকারও বেশি নোট।
চীনের এক সংবাদমাধ্যম জানায়, ওই নারীর নাম আন্ট লি। তিনি থাকেন চীনের জিয়াংশু প্রদেশের জিয়াংয়িন অঞ্চলে।
চীনের সিআইটিআইসি ব্যাঙ্কের শাখা থেকে নোটগুলো তুলে এনেছিলেন তিনি। তারপরই তা জীবাণুমুক্ত করতে মাইক্রোওয়েভ ওভেনে দেন।
কিন্তু দুর্ভাগ্য তার, ওভেন চালু করার কয়েক মুহূর্ত পরই পুড়ে ছাই হয়ে যায় তার ওই নোটগুলো।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.