ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আবারও আক্রান্তের সংখ্যা বাড়ছে। চীনের মূল ভূখণ্ডে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ জন।
মঙ্গলবার (৩১ মার্চ) চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (৩০ মার্চ) দেশে নতুন করে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবাই বিদেশ ফেরত। তবে দেশের কোথাও স্থানীয়দের কেউ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হননি।
সোমবার নতুন করে চীনে ৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৫ জনে। মোট আক্রান্ত ৮১ হাজার ৫১৮। তাদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়েছেন।
চীনে স্থানীয়ভাবে সংক্রমণ হ্রাস পেয়েছে ব্যাপক হারে। স্থানীয়ভাবে নতুন সংক্রমণ নেই বললেই চলে। তবে বিদেশ থেকে যারা ফিরছেন তারা চীনে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।