আন্তর্জাতিক

এশিয়ায় সহসাই মিটবে না করোনা শঙ্কট

নিজস্ব প্রতিনিধি:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপ-আমেরিকা। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ভয়াবহ এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার মানুষ। মৃতের সংখ্যা ৩৯ হাজার ছুঁতে চলেছে। এমন অবস্থায় এশিয়ার দেশগুলোয় পরিস্থিতি কিছুটা সহনীয় থাকলেও আসছে দিনগুলোয় পরিবর্তন ঘটবে বলেই দাবি করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানায়, ‘এত সব পদক্ষেপ নেওয়ার পরও মহামারি চলাকালে এ অঞ্চলে সংক্রমণের ঝুঁকি থাকবেই।’

চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের শেষদিকে শুরু হওয়া এ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ছুঁতে চলেছে। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেন আগেই চীনকে ছাড়িয়ে গেছে।

তাকেশি কাসাই এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘আমি স্পষ্টভাবে বলি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ মহামারি শেষ হতে এখনো বহু দেরি আছে। এ এক দীর্ঘ সময়ের যুদ্ধ হতে যাচ্ছে। কিছুতেই আমরা অসতর্ক হতে পারি না। সব দেশকেই বড় ধরনের সংক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকতে হবে।’

কাসাই বলেন, প্রশান্ত অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোর মতো সীমিত সম্পদের দেশগুলোকে অগ্রাধিকার দিতে হবে। কেননা এসব দেশে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করতে নমুনা অন্য দেশে পাঠাতে হবে। সেক্ষেত্রে পরিবহনে বিধিনিষেধ বিষয়টিকে আরও কঠিন করে তুলেছে।

যেসব দেশে আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে, তারা অসতর্ক হলে আবারও ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি জানান কাসাই।

এদিকে, ডব্লিউএইচওর টেকনিক্যাল অ্যাডভাইজার ম্যাথিউ গ্রিফিথ বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে এমন ভয়াবহ পরিস্থিতিতে আসলে কোনো দেশই নিরাপদ থাকবে না। কেননা করোনাভাইরাস সব জায়গাতেই পৌঁছে যাবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ থেকে বন্ধ অর্ধকোটি মোবাইল সিম, বিটিআরসির কড়াকড়ি শুরু

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহ...

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পতনের কারণ: দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের মূল...

আজ থেকে শুরু জাটকা ইলিশ ধরায় আট মাসের সারাদেশব্যাপী নিষেধাজ্ঞা

দেশের প্রধান মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক...

ঢাকার পাতাল মেট্রো প্রকল্পে স্থবিরতা, বাস্তবায়নে লাগবে আরও এক যুগ

দেশের প্রথম পাতাল মেট্রোরেল বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২...

শেখ হাসিনার সাবেক পিয়ন থেকে ‘কোটিপতি জাহাঙ্গীর’, ১০০ কোটি টাকার পাচার মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবে...

চীনে নভোচারীর সঙ্গে মহাকাশে পাঠানো হলো ৪টি কালো ইঁদুর

নভোচারীদের সঙ্গে প্রথমবারের মতো চারটি কালো ইঁদুরকে চীনের মহাকাশ স্টেশনে পাঠান...

জামালপুরে নদীতে নিখোঁজ পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার

জামালপুর, ২ নভেম্বর – মাদারগঞ্জ উপজেলার কাটা...

ভারত-আফ্রিকা বিশ্বকাপ মহারণে আজ উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লেখার অ...

আমরা মদিনার ইসলাম চর্চা করি, মওদুদীর ইসলাম নয়: সালাহউদ্দিন

একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহ...

জোটের দ্বন্দ্বে দেরি বিএনপির, নির্বাচনী কৌশলে এগিয়ে জামায়াত 

আগামী জাতীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে জামায়াতে ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা