আন্তর্জাতিক ডেস্ক:
করোনায় থেমে গেছে পুরো বিশ্ব। কিন্তু তারপরও যেন থামছেনা অধিকার আদায়ের আন্দোলন। এই পরিস্থিতির মধ্যেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেয়।
তেল আবিবের রাবিন স্কয়ারে সংঘটিত বিক্ষোভে নেতানিয়াহু এবং তার প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ দুইজনকেই লক্ষ্যবস্তু বানানো হয়। অভিযোগ করা হয়, তারা দুইজন মিলে ইসরায়েলের গণতন্ত্র ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছেন।
গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে।
বিক্ষোভকারীরা ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং বর্তমানে শীর্ষ রাজনীতিক বেনি গ্যান্টজকে নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্যের সরকার গঠন না করার আহ্বান জানান। সুত্র: রয়টার্স।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.