ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাইভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পরও সুস্থতার লক্ষণ দেখা যায়নি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে। এমন অবস্থায় উচ্চতর পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ২৭ মার্চ স্বাস্থ্য পরীক্ষায় জনসনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে ডাউনিং স্ট্রিটের বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি।
কিন্তু ১০ দিন পেরিয়ে গেলেও শরীরে জ্বর থাকায় পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন মনে করেন তার ব্যক্তিগত চিকিৎসক।
তবে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। একে ‘পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ’ বলে দাবী করেছে ব্রিটিশ সরকার।
পাশাপাশি ব্রিটিশ সরকার প্রধান হিসেবে তিনি এখনও দায়িত্বে আছেন বলেও নিশ্চিত করা হয়েছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তার অন্তঃসত্ত্বা বান্ধবী কেরি সাইমন্ডস এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছে বিবিসি। এক টুইটার বার্তায় কেরি নিজেই তা জানিয়েছেন।
ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮০৬ জন। এদের মধ্যে ৪ হাজার ৯৪৩ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৩৫ জন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.