রাজধানীর বাড্ডায় বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে স্বপ্নিল আহমেদ পিয়াস নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত স্বপ্নিল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তার বাবা মোয়াজ্জেম হোসেন নান্নু গ্লোবাল টিভির একজন সংবাদ কর্মী এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক।
ফায়ার সার্ভিস জানান, বাড্ডার আফতাবনগরে ১০তলা একটি ভবনের দশম তলায় স্বপ্নিলদের বাসা। বৃহস্পতিবার ভোরে এসির কম্প্রেসর বিস্ফোরণে বাসার একটি কক্ষে আগুন লাগে। এসময় সে কক্ষে থাকা স্বপ্নিল দগ্ধ হয়।
দগ্ধ স্বপ্নিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.