আর্ন্তজাতিক ডেস্ক:
ইারাকে রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ৫টি রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ হামলা হয়।
এরমধ্যে তিনটি সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে মার্কিন যৌথ কমান্ডার।
মার্কিন জয়েন্ট অপারেশনস কমান্ডের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে একটি নদী তীরে পাঁচটি শক্তিশালী রকেট বিধ্বস্ত হয়েছে।
রোববার চালানো পাঁচটি রকেটের মধ্যে তিনটি সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত হানে। ফলে প্রথমবারের মতো মার্কিন দূতাবাসে সরাসরি আঘাত হানার খবর পাওয়া যায়। জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয়রা জানিয়েছেন টাইগ্রিস নদীর পশ্চিম তীর থেকে উঁচু গলার আওয়াজ শুনতে পেয়েছেন, যেখানে মার্কিন দূতাবাস এবং বেশিরভাগ বিদেশি কূটনৈতিক মিশন অবস্থিত।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলেইমানিকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর ইরাকি ঘাঁটিগুলোতে আমেরিকান সেনাদের আস্তানা লক্ষ্য করে বেশ কয়েবার ক্ষেপণাস্ত্র চালায় তেহরান। তবে এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.