ক্রীড়া ডেস্ক:
দুই বছর চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না তারা। এমন খবরে যখন ম্যানচেষ্টার সিটির দূর্গে কাল অন্ধকার নেমে এসেছে তখনও হরেনি তারা। জিতে নিয়েছে লিগ কাপ শিরোপা। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার এই শিরোপা ঘরে তুলেছে সিটি।
ইংলিশ লিগে উড়তে থাকা লিভারপুল যে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে যাচ্ছে এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তবে মৌসুমে সবার আগে ঘরোয়া লিগের কোন শিরোপা ঘরে তুলতে পারলো ম্যানসিটি-ই।
দুই অর্ধেই আধিপত্য ছিল সিটির। ম্যাচের ৩০ মিনিটের মাথায় দুই গোল করে জয় সুনিশ্চিত করে ফেলে তারা। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জেতা ম্যাচ থেকে গার্দিওলার দলে পরিবর্তন ছিল ৮টি। এই পরিবর্তন প্রভাব ফেলতে পারেনি সিটির আক্রমণে।
২০ মিনিটে প্রথম গোলটি করেছেন সার্জিও আগুয়েরো। ৩০ মিনিটে পরের গোলটি করেছেন রদ্রি। অ্যাস্টন ভিলা ৪১ মিনিটে একটি গোলই শোধ করতে পেরেছে। দ্বিতীয়ার্ধে দলের তৃতীয় গোলের কাছে চলে গিয়েছিলেন আগুয়েরো। যদিও লক্ষ্য বরাবর থাকেনি তা।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.