খেলা

সহজ জয়ের সুযোগ হাতছাড়া সালমাদের

ক্রীড়া প্রতিবেদক:

শুরুতে সালমা খাতুন, পরে রিতু মনি ও রুমানা আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথটা সহজ করেছিল বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডের মেয়েদের মাত্র ৯১ রানে গুটিয়ে দেয় সালমারা। কিন্তু ৯২ রানের সহজ লক্ষ্যেও কাঙ্খিত জয় পায়নি তারা। ৭৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরেছে ১৭ রানে।

এবারের বিশ্বকাপে কমপক্ষে দুটি ম্যাচ জেতার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু অধরাই রইল সেই স্বপ্নটা। গ্রুপ পর্বের চার খেলার তিনটিতে হেরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিদায় ঘণ্টাও বেজে গেছে তাদের। ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সালমারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। অন্যদিকে কঠিন পরীক্ষা দিয়ে পাওয়া জয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো নিউজিল্যান্ড। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। আর ৬ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ভারত।

মেলবোর্নের জংশন ওভালে ম্যাচটা এতটা লো স্কোরিং হবে, শুরুতে মোটেও বোঝা যায়নি। টস জিতে ব্যাটিংয়ে নামা কিউইরা ধীরগতিতে রান তুললেও উদ্বোধনী জুটি থেকে পায় ৩৬ রান। সালমা খাতুনের স্পিনে সোফি ডেভাইন (১২) ও রাশেল প্রিয়েস্ট (২৫) পরপর ফিরে যাওয়া পরও সব ঠিক ছিল। কিন্তু রিতু মনির বলে সুজি বিটস (১৫) আউট হওয়ার পর সব এলোমেলো।

২ উইকেটে ৬৬ থেকে ৯১ রানে অলআউট নিউজিল্যান্ড। ১৮.২ ওভারে তাদের গুটিয়ে দেওয়ার পথে রিতু ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর। এই পেসার ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। অধিনায়ক সালমা শুরু ও শেষটা মুড়ে দিয়ে ২.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে পান ৩ উইকেট। আর রুমানা ৪ ওভারে ১৭ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

৯২ রানের লক্ষ্যটা মোটেও কঠিন ছিল না বাংলাদেশের জন্য। আগের দুই ম্যাচের ব্যাটিং সেটিই জানান দিচ্ছিল। শুরুটাও মন্দ ছিল না। মুর্শিদা খাতুনের ব্যাটে ভালো কিছুরই ইঙ্গিত মিলছিল। কিন্তু ১১ রান করে তার বিদায়ের পরপরই ফিরে যান আরেক ওপেনার আয়েশা রহমান (১)। ওই জায়গা থেকে প্রতিরোধ গড়েছিলেন রিতু ও নিগার সুলতানা। কিন্তু নিগার আহত অবসরে যাওয়ার পর সব পাল্টে যায়। বাংলাদেশের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিয়ে যোগ দেন। পরে মাঠে ফিরে নিগারের খেলা ২১ রানই সর্বোচ্চ। রিতু করেন ১০ রান। আর কোনও ব্যাটারই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে।

৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট পাওয়া হেলি জেনসেন হয়েছেন ম্যাচসেরা। তার মতো ৩ উইকেট নিয়েছেন লেইগ ক্যাসপেরেক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা