স্পোর্টস ডেস্ক:
আগামী এক বছরের জন্য স্থগিত করা হলো অলিম্পিক গেমস।
ফলে আগামী ২৪ জুলাই জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে না ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেসমসের এই আসর।
২৩ মার্চ সোমবার এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে ডিক পাউন্ড বলেন, আইওসির কাছে থাকা তথ্যের ভিত্তিতে গেমস স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৪ জুলাই এবারের অলিম্পিক গেমস শুরু হচ্ছে না বলেও আমি জানি।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে এর সংক্রমণ ছড়িয়ে পড়লেও গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের ব্যাপারে অনড় ছিল জাপান ।
তবে করোনা আতঙ্কে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া দল না পাঠানোর সিদ্ধান্ত জানানোর পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এমন সিদ্ধান্ত নিলো।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.