নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বেইলি রোডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছিল বলে ধারনা করছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) রাতে বেইলি রোডের বেইলি স্কয়ারের ১/৫ নম্বর বাড়ির ৩য় তলার ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা। তিনি বলেন, আবদুল কাদের চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। গত ৭-৮ দিন ধরে অফিসে যাচ্ছিলেন না তিনি। তার সহকর্মীরাও যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল বুধবার পঁচা গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা পুলিশকে জানান। পুলিশ সিআইডির ক্রাইম সিন ইউনিটকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ডি-কম্পোজড (পচন ধরা যাওয়া) মরদেহ দেখতে পায়।
তিনি আরও জানান, আবদুল কাদের অবিবাহিত ছিলেন এবং ওই বাসায় তিনি একাই থাকতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে ধারণা করা হছে। মরদেহ কয়েকদিন থাকার কারণে এতে পচন ধরেছে। তবে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। তারা কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.