বিনোদন

উপভোগ করাই জীবন : পরীমণি

বিনোদন ডেস্ক: স্বাভাবিক জীবনে ফিরেছেন ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। ট্রমা কাটিয়ে উঠেছেন এ অভিনেত্রী। ১০ আগস্ট থেকে ‘প্রীতিলতা’সিনেমার চিত্রায়নে অংশ নেয়ার মাধ্যমে আবারো দাঁড়াতে যাচ্ছেন লাইট-ক্যামেরার সামনে।

এরই মধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও সরব হয়েছেন এ সুন্দরী। শেয়ার করেছেন দুবাই ভ্রমণের কিছু ছবি। বৃহস্পতিবার (২৯ জুলাই) একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। ‘জীবন’ নিয়ে তার উপলব্ধি তুলে ধরেছেন এ নায়িকা।

স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই। এতে স্বাদ অনুভব হয় না। শুধু খাওয়াটাই হয়। স্বাদ পেতে হলে চেটেই খাও। তোমার ঠোঁট, জিভ, দাঁত, গলা, চিবুক আর তোমার পাকস্থলিকে টের পেতে দাও এর হিম! জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাদ ধরে! তাই তাকেও এর কান্না, দুঃখ, হতাশা, আনন্দ, বেদনা, ভালোবাসা সবটাই দিও।’

এর আগে দুবাই ভ্রমণের ছবি শেয়ার করে নিন্দুকের উদ্দেশ্যে ভালোবাসা দিয়েছেন পরীমনি। শেয়ার করা ছবিতে বিলাসবহুল বোটে দেখা গেছে পরীমনিকে। গত এপ্রিলে দুবাই ভ্রমণে গিয়েছিলেন তিনি।

এদিকে, রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। সম্প্রতি এ সিনেমার ফার্স্টলুক প্রকাশ হয়েছে। পোস্টারে ‘প্রীতিলতা’ রূপে দেখা গেছে পরীমনিকে। ব্রিটিশ বিরোধী বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানি।

ফার্স্টলুক শুটের পর পরী বলেছিলেন, ‘সত্যিই খুব শান্তি লাগছে। নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না। শুটের আগে কিছুটা টেনশনে ছিলাম। আমি একজন কিংবদন্তি বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি। এই ফিল বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে প্রীতিলতার আত্মা ভর করেছে।’

পরীমনিকে প্রীতিলতা রূপে সাজিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তিনি বলেন, ‘কাজটির জন্য হাতে সময় কম ছিল। মাত্র দুদিনে ১০০ বছর আগের শাড়ি-ব্লাউজ-গহনা জোগাড় করতে হয়েছে। যেহেতু আমি আমার দেশীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে কাজ করতে পছন্দ করি। গত বছরে বিশিষ্ট ব্যক্তিদের ক্যারেক্টার প্রেজেন্টেশনের কাজ করেছি, সে জন্য কাজটা করতে কিছুটা সহজ হয়েছে। আশা করছি ভালো কিছুই হবে।’

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা