চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম ও ঢাকা থেকে ইয়াবাসহ দুই বিদেশি ও এক দেশি ফুটবলারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ দুই বিদেশিকে প্রথমে গ্রেফতার করা হয়। কক্সবাজার থেকে শ্যামলি পরিবহনের একটা বাসে করে ইয়াবা নিয়ে ঢাকা আসার পথে পুলিশ তাদের গ্র্রেফতার করে।
পরে বিদেশি দুই ফুটবলারের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অন্যজনকে ধরার জন্য ফাঁদ পাতে। পরদিন অর্থাৎ শনিবার সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অন্যজনকে গ্রেফতার করতে সমর্থ হয় তারা।
গ্রেফতারকৃতরা হলেন মো. মাসুদ (২৪) ও দুই বিদেশিরা হলেন, ঘানার নাগরিক ফ্রাঙ্ক ও রিচার্ড।
ফ্রাঙ্ক ও রিচার্ড বাংলাদেশের বিভিন্ন ক্লাবেও হয়ে ভাড়ায় ফুটবল খেলেন। আর মাসুদ বয়সভিত্তিক দল সহ ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন।
বাকলিয়া থানার ওসি নিজাম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.