সান নিউজ ডেস্ক:
ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার মামলায় আপস করতে প্রস্তাব দেয়া হয়েছে তার পরিবারকে। মোবাইল ফোনে সাত্তার পরিচয়ে এক ব্যক্তি আসামিদের পক্ষ থেকে আবারারের বাবা বরকত উল্লাহকে এ প্রস্তাব দেন। শুক্রবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানান আবরারের বাবা।
বরকত উল্লাহ জানান, কয়েকদিন আগে অপরিচিত একটা নম্বর থেকে আমার মোবাইলে ফোন আসে। জয়পুরহাট থেকে নিজেকে সাত্তার পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘আপনার ছেলে তো চলে গেছে, আর তো ফিরে আসবে না। কিন্তু এতগুলো ছেলের জীবনও তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন, হত্যার বদলে হত্যা কিন্তু মাফ করে দেয়া সর্বোত্তম। আসামিদের মধ্যে অনেকের বাড়ির লোকই অসুস্থ। সবার বাবা মারা গেছেন। আমরা কয়েকজন আসামিদের পক্ষ থেকে আপনাদের সঙ্গে দেখা করতে চাই।’
এসব কথা শোনার পর, ‘এরপর ভুলেও আর যেন কল না দেয়া হয় বলেই ফোন কেটে দিয়েছি’ - বলেন বরকত উল্লাহ।
এদিকে ভাইয়ের মৃত্যুর বিচারের ব্যাপারে আসামিদের পক্ষ থেকে আপসের প্রস্তাব পেয়ে বেশ ক্ষুদ্ধ হয়েছেন আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘লজ্জাহীনতা আর দুঃসাহস, দুইটারই লিমিট থাকা উচিত ছিল।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে মৃত্যু হয় বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.