বিনোদন প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রভাবে লকডাউনে বিপর্যস্ত ভারত। এ অবস্থায় ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। বিশেষ করে বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ ও সালমান খানসহ অনেক তারকারাও দুই হাত খুলে সহায়তা দিচ্ছেন।
শোনা যাচ্ছিলো বলিউডের পারফেকশনিস্ট আমির খান নাকি আটার প্যাকেটে করে দুঃস্থদের মাঝে টাকা দান করেছেন।
সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে একটি টিকটক ভিডিও। এখানে দেখা যায়, দিল্লির এক বস্তি এলাকায় আসে আটার প্যাকেট ভর্তি একটি লরি ৷ প্রত্যেকটি আটার প্যাকেটে ছিলো ১৫ হাজার টাকা৷ টিকটক ভিডিওর কথায়, এই ব্যবস্থা করেছেন আমির খান ৷
সেই সময় এই বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি আমির খানকে। এবার তিনি বললেন, ‘বন্ধুরা, আটার প্যাকেটে টাকা রাখা ব্যক্তি আমি নই। এটা পুরোপুরি ভুয়া খবর বা এটা রবিন হুড টাইপের কেউ হবেন। যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চান না।
আমিরের টুইটের পর তার প্রশংসা করছেন অনেকেই। তাদের বক্তব্য, টাকা না দিয়েও প্রচারের সুযোগ অনেকেই হাতছাড়া করতেন না। কিন্তু আমির সেই পথে হাঁটেনি।
করোনা ভাইরাসের প্রকোপে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের আরও অনেক তারকা ৷
অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, আনুষ্কা শর্মা, বরুণ ধাওয়ানরাও নিজের মতো করে অর্থ সাহায্য করেছেন ৷
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.