সান নিউজ ডেস্ক:
ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরিতে এবার আসছেন সৌরভ গাঙ্গুলির সাবেক সতীর্থরা। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে দেখা যাবে তাদের।
রোববার (১২ জানুয়ারি) রাতে দাদাগিরির বিশেষ পর্ব ‘দাদা তোমাকে সেলাম’ এ ব্যাটিং-বোলিং করতে দেখা যাবে ভারতের এক সময়ের জনপ্রিয় ছয় ক্রিকেটারকে।
সেখানে সঞ্চালক সৌরভ একে একে মঞ্চে ডেকে নেবেন লক্ষণ, শেবাগ, ভাজ্জি, জহির, কাইফ ও অশ্বিনকে। অনুষ্ঠানের রীতি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার ফাঁকে ফাঁকে প্রত্যেকে ডুব দেবেন স্মৃতির সরোবরে। আড্ডা, খুনসুঁটি, নাচ-গানে যেমন আকর্ষণীয় হয়ে উঠবে মুহূর্তগুলো।
বরেণ্য কণ্ঠশিল্পী উষা উত্থুপের গানে সৌরভ নিজেও নাচবেন শেবাগ-হরভজনদের সঙ্গে। এ ছাড়া বাংলাদেশের গায়ক নোবেলকেও এ মনোমুগ্ধকর পর্বে দেখা যাবে।
গত ৬ ডিসেম্বর শুটিং হয় এ বিশেষ পর্বের।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.