সান নিউজ ডেস্ক:
দেশে ফিরছেন করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়াতে আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি। একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে তারা।
মেলবোর্ন থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের ওই ফ্লাইটটি কলম্বোতে যাত্রা বিরতি করার কথা রয়েছে। আজ (৮ মে) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়। এই অবস্থায় অস্ট্রেলিয়াতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চায় কিনা এর জন্য একটি নোটিশ দেয় বাংলাদেশ দূতাবাস। এরপর ৩৪০ জন আগ্রহ প্রকাশ করে। এর প্রেক্ষিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয় দূতাবাস।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.