ক্রীড়া প্রতিবেদক:
গত রাতে তামিমের সঙ্গে ইন্সটাগ্রামে লাইভে ভক্তদের সঙ্গে কথা বলেন সাবেক টাইগার অধিনায়ক ও নড়াইল -২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।
এসময় তিনি বলেন, তামিমের মধ্যে নেতৃত্বের গুণাবলি আছে। তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।
৪ মে সোমবার রাতে ইনস্টাগ্রামে লাইভে তামিমের সঙ্গে আলাপকালে একথা বলেন ক্রিকেট ইতিহাসে দেশের সেরা এই অধিনায়ক।
মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, "তামিম, তোর মধ্যে অনেক সম্ভাবনা আছে। নেতৃত্বের সব গুণাবলি আছে তোর মধ্যে। দেখবি, অধিনায়ক হিসেবে তুই ভালো করবি। তোর হাতে ভালো অস্ত্র (ক্রিকেটার) আছে। আল্লাহর উপর বিশ্বাস রাখ, দেখবি তোর অধিনায়কত্বে দল অনেক সফলতা অর্জন করবে।"
তিনি আরো বলেন, "তামিম, তুই কিন্তু আগে অধিনায়কত্ব নিতে চাইতি না। যেহেতু বিসিবিকে তোকে দায়িত্ব দিয়েছে, তুইও গ্রহণ করেছিস। দেখবি ভালো কিছুই হবে। শ্রীলঙ্কা সফরে তুই অধিনায়কত্ব সেভাবে গ্রহণ করিসনি। সিরিজটা ভালো যায়নি। যা হওয়ার হয়েছে। সামনে ভালো কিছুই অপেক্ষা করছে। মনোবল হারাবি না। তুই যেভাবে মনে করবি দল সফল হবে সেভাবেই সিদ্ধান্ত নিবি। সাকিব, মুশফিক, রিয়াদ ওরা আছে। ওদের কাছ থেকে পরামর্শ নিবি। দেখবি সবকিছু সহজ হয়ে যাবে। তোর জন্য শুভকামনা।"
এপ্রিলে পাকিস্তান সফরের মাধ্যমে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব শুরু হওয়ার কথা ছিল তামিমের। কিন্তু করোনাভাইরাসের কারণে আপাতত ক্রিকেট বন্ধ। তাই তামিমের অপেক্ষাও বেড়েছে। সবকিছু ঠিক থাকলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তামিমের অধিনায়কত্বে খেলতে দেখা যাবে বাংলাদেশ দলকে।
বাংলাদেশে এ ট্রেন্ড শুরু করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
দ্বিতীয় দিনে রবিবার রাতে ইন্সটাগ্রামে লাইভে ভক্তদের সঙ্গে আড্ডা দেন দুই টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.