খেলা

ক্রিকেট প্রেমীদের জন্য ইয়ান বিশপের চমক

সান স্পোর্টস ডেস্ক:

কিংবদন্তী যখন কোন কিছু বেছে নেন তখন সেটা কি আর যে সে কিছু হতে পারে! ইয়ান বিশপের মত ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তী যখন এক দিনের ক্রিকেট টিম বাছাই করেছেন, তখন সেই তালিকায় সবার নজর এমনিতেই চলে যায়।

সম্প্রতি দশকের সেরা এক দিনের ম্যাচের দল বেছে নিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। যেখানে জায়গা পেয়েছেন তিন জন ভারতীয়।

শুধু তাই নয়, দলের অধিনায়কও এক ভারতীয়। তবে কোনও ভারতীয় বোলারকে নিজের গড়া দলে রাখেননি ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, বিশপের দলে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কোনও ক্রিকেটারই নেই। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটারেরও জায়গা হয়নি দলে।

ইয়ান বিশপের দলের হয়ে ওপেন করবেন রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন থাকছে ওপেনিংয়ে। গেল বিশ্বকাপে এই দুইজনই ছিলে দুর্দান্ত ফর্মে। দুজনের ধারাবাহিক পারফর্মেন্সে মুগ্ধ বিশপ।

তিন নম্বরে থাকছেন বিরাট কোহলি। যিনি শুধু লক্ষ্য পূরণ করে জিতানোই নয়, প্রথমে ব্যাট করে দলের জন্য নিরাপদ একটি সংগ্রহ এনে দেন।

চার নাম্বারে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স। তাঁকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলা হয়। মাঠের সব প্রান্তে শট খেলার অবিশ্বাস্য দক্ষতা রয়েছে তাঁর।

পাঁচে রস টেলর। কিউয়ি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের রয়েছে চাপ নেওয়ার অসাধারণ দক্ষতা এবং প্রতিপক্ষ বোলারদেরকে চাপে ফেলার ক্ষমতা।

বিশপের দলের অলরাউন্ডার হলেন বাংলাদেশের সাকিব আল হাসান। এই বাঁহাতি ব্যাটে-বলে দলের সম্পদ বলেই তিনি মনে করেন। ব্যাটে ৬ হাজার ৩২৩ রান করার পাশাপাশি ২৬০ উইকেটও নিয়েছেন তিনি। গত বিশ্বকাপে তিন নম্বরে নেমে তিনি ভরসা দিয়েছেন বাংলাদেশের ব্যাটিংকে। সঙ্গে দশ ওভারের নিখুঁত বোলিংও ছিল।

দলের অধিনায়ক হলেন মহেন্দ্র সিংহ ধোনি। উইকেটকিপার ও ব্যাটসম্যান মিলিয়ে তিনিই দলের থ্রি-ডি ক্রিকেটার। তিনি শুধু একজন বিশ্বকাপ জয়ী অধিনায়কই নন, ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একজন ফিনিশার।

বোলিং বিভাগে বিশপ নতুন বল তুলে দিতে চান মিচেল স্টার্কের হাতে। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার পাঁচ উইকেট নিয়েছেন সাত বার।

বোলিং এ অপর প্রান্তে থাকবেন ডেল স্টেন। ‘স্টেন গান’ খ্যাত ডান হাতি এই দক্ষিণ আফ্রিকান পেসারের সুইং আর গতিতে ধাঁধায় পড়ে যায় ব্যাটসম্যানরা।

এর পরেই থাকছেন লাসিথ মালিঙ্গা। স্লগ ওভারে যার বল একেকটি ফাঁদ। এই ফরম্যাটে ৩৩৮ উইকেট রয়েছে তাঁর। স্লিং অ্যাকশনের মালিঙ্গাকে মারা কঠিন।

দলের বিশেষজ্ঞ স্পিনার হলেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগস্পিনার, গুগলি-ফ্লাইটের কারিকুরিতে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করাই যার কাজ। ক্যারিয়ারের খুব অল্প সময়েই ১৮.৫৪ গড়ে নিয়ে ফেলেছেন ১৩৩ উইকেট।

সেরা একাদশের তালিকা নিজের পছন্দে করলেও, একাদশে ইংল্যান্ডের কোন খেলোয়াড় না থাকায় ক্রিকেট প্রেমীরা আশ্চর্যান্বিত হয়েছেন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার...

লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফ...

রাতভর কিয়েভে রুশ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন অ...

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন...

বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআর

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহি...

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের &l...

মুনিয়ার মৃত্যুতে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে প্রমাণিত হয়েছে মুনিয়ার মৃ...

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক...

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

গত জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা