বাণিজ্য

স্বাস্থ্যবিধি মেনে শতভাগ শ্রমিক দিয়েই কারখানা চালাতে চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক : অর্ধেক নয়, স্বাস্থ্যবিধি মেনে শতভাগ কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কারখানা পরিচালনা করতে চায় তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকার অফিস-আদালত, কল-কারখানায় ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মীচারীদের দিয়ে পরিচালনার নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৫০ শতাংশ নয়, শতভাগ কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কারখানা পরিচালনার জন্য অনুমতি চেয়ে সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে সংগঠন দুটি।

এ বিষয়ে বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোশাক খাত। এখন বেশি কিছু অর্ডার আসছে। এগুলো সময়মতো শিপমেন্ট করতে না পরালে একদিকে কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে বায়াররা বিকল্প জায়গা খুঁজবেন। বায়াররা হাত ছাড়া হয়ে যাবে। তাই আমরা করোনা রোধে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কারখানা চালানোর জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে।

বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শতভাগ কর্মকর্তা-কর্মচারী দিয়ে কারখানা পরিচালনার জন্য সরকারের কাছে আবেদন করেছি। গত বছর করোনার মধ্যেও আমরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কারখানা পরিচালনা করেছি। আমাদের তো কোনো সমস্যা হয়নি। এবারও হবে না বলে আশা করছি। সরকারের নির্দেশনা রফতানিমুখী শিল্পের জন্য প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।

বিজিএমইএর প্রেসিডেন্ট তার চিঠিতে বলেন, করোনার প্রথম ঢেউ সামলে পোশাক খাত ঘুরে দাঁড়ানো শুরু করেছে। এখাতে বায়ারদের অর্ডার আসছে ও শিপমেন্ট চলছে। এখন আবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। করোনারোধে সরকার অফিস আদালত, কল-কারখানায় ৫০ শতাংশ জনবল দিয়ে চালু রাখতে নির্দেশনা দিয়েছে। সরকার নির্দেশনা অনুসারে চললে কারখানাগুলো সময়মতো শিপমেন্ট করতে পারবে না। তাতে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

চিঠিতে আরও বলা হয়, করোনার প্রথম ঢেউয়ের সময় কারখানাগুলো সরকার প্রণীত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করেছিল বিধায় তৈরি পোশাক শিল্পে করোনার সংক্রমণ ছিল শূন্য দশমিক ০৩ শতাংশেরও কম। করোনার সংক্রমণ কমলেও কারখানাগুলোয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাজ করা হচ্ছে। এখন আরও বেশি নিয়ম মেনে চলবো।

চিঠিতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি নিয়ে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আরও কঠোর নজরদারির আওতায় আনা হবে। কারখানা খোলা ও বন্ধের সময় প্রবেশ ও বাহির পথে যেন শ্রমিক সমাবেশ না ঘটে, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্বাস্থ্যবিধি মেনে কারখানাগুলো পরিচালনার সর্বোচ্চ প্রস্ততি নেওয়া হয়েছে। চলমান করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে পশ্চিমা বিশ্বে তৈরি পোশাকের অর্ডার ৩০ থেকে ৪০ ভাগ কমেছে। ক্রেতারা তাৎক্ষণিক শিপমেন্টের পাশাপাশি দাম কমানোর জন্য চাপ দিচ্ছেন। অন্যথায় অর্ডার বাতিলের হুমকি আছে। যা আমাদের জন্য মোটেও কাম্য নয়।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে শিল্পকারখানা ৫০ শতাংশ জনবল দিয়ে পরিচালনার পাশাপাশি গর্ভবতী, অসুস্থ, ৫৫ বছরের বেশি বয়সী কর্মকর্তা-কর্মচারীকে বাড়িতে রেখে কাজ করানোর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি বাস্তবায়ন করতে ওই দিনই শ্রম মন্ত্রণালয় তার অধীন শ্রম অধিদফতর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরকে (ডিআইএফই) নির্দেশনা দেওয়া হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাবনা-২ আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনের প...

শুল্ক যুদ্ধে আবারো ট্রাম্প, চিনা পণ্যের উপর  ১০০% শুল্কের সম্ভাবনা

ট্রাম্পের নব শুল্ক পরিকল্পনা বাণিজ্যযুদ্ধে আরও উত্...

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ...

সুষ্ঠু নির্বাচন চাইলে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংব...

হকি বিশ্বকাপে ঢাবি ছাত্রদল নেতা সাজু

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্...

যুদ্ধবিরতির পর গাজা সিটিতে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা সিটিতে পুরোনো বাস...

পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা আফগানিস্তানের

সৌদি আরব ও কাতারের আহ্বানে সাড়া দিয়ে ‘আপাতত’ পাকিস্তানের সঙ্গে সং...

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও স্টল প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় &ldqu...

প্রতারক চক্রের ফাঁদে না পড়ার আহ্বান মাদ্রাসা শিক্ষা বোর্ডের

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের অনলাইনভিত্তিক সেবাগুলো নিয়ে প্রতারণার শি...

পিআর পদ্ধতির নামে নির্বাচনকে বিলম্বিত করতেই আন্দোলন চলছে

নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে বলে মন্তব্য করেছেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা