সংগৃহীত
বাণিজ্য

নিত্যপণ্যের বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক:দেশে টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। প্রতি দিনের মতো শুক্রবার বরবটি, করলা, বেগুনসহ বেশ কয়েকটি সবজি দাম ১২০ টাকায় গিয়ে ঠেকেছে। এরই পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে শসা ও কাঁকরোল। অপরদিকে কাঁচা মরিচের কেজি দাঁড়িয়েছে ৩২০-৩৫০ টাকায়। এছাড়াও বাজারে মাছ-মুরগির দামও বেশি যাচ্ছে।

আরও পড়ুন: বাড়ল স্বর্ণের দাম

শুক্রবার (৫ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সকল ধরনের সবজির বাড়তি দাম। মাছ-মুরগির দামেও বেশি। দেশে টানা কয়েক দিনের বৃষ্টিকে দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা। অপরদিকে এত বাড়তি এই দামে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

বাজারে দেখা যায়, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে, গাঁজর ১০০ টাকা প্রতি কেজি, করলা ১২০ টাকা কেজি, পটল ৬০, শসা ১০০ , বরবটি ১২০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বেগুন (লম্বা) ৮০, গোল বেগুন ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঢেঁরস ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ ৩২০-৩৫০ টাকা কেজি, কচুর মুখি ১০০ টাকা এবং কাঁকরোল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে বাজারে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে , সোনালী মুরগি ৪০ টাকা, কক প্রতি ৩৩০ টাকা, লেয়ার ৩৩০-৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এদিকে আগের বাড়তি দামেই প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।

আরও পড়ুন: গরুর মাংসের বাজারে আগুন

এর পাশাপাশি বাজারে সকল ধরনের মাছের দামও বেশি যাচ্ছে। আজ বাজারে পাবদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ টাকায়, চিংড়ি ৭০০ টাকা, পাঙাশ মাছ ২০০-২২০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, রুই ৩৫০ টাকা, কাতল ৪০০ টাকা, কই ২৫০ টাকা, শিং ৪০০ টাকা, গলসা ৫৫০ টাকা, টেংড়া ৫৫০-৬০০ টাকা, বড় বোয়াল ৭০০-৮০০ টাকা, বড় আইড় মাছ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর সকল বাজারে হঠাৎ করেই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সকল ধরনের সবজি। এতে যদিও বিক্রেতারা টানা কয়েকদিনের বৃষ্টিকে সবজির অতিরিক্ত দাম বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করছে। এরই পাশাপাশি ক্রেতারাও সবজির এই হঠাৎ দাম বৃদ্ধির কারণে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

রাজধানী মহাখালী বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা একজন ক্রেতা বলেন, আজ বাজারে সবজির দাম এতটা বেশি দেখে নিজেই হতাশ হয়েছি। অন্য সকল ধরনের পণ্যের দাম আকাশ ছোঁয়া। এরই সাথে আজ দেখছি সবজির দাম আরও বেড়েছে। বাজারে বরবটি করলা বেগুনসহ বেশ কয়েকটি সবজি দাম ১২০ টাকা কেজি হয়েছে। এ সময় ১০০ টাকার ঘরে আছে শুধু শসা, কাঁকরোল। অপরদিকে কাঁচা মরিচের কেজি দাঁড়িয়েছে ৩২০-৩৫০ টাকা। এদিকে মাছ-মাংসের দাম তো আগে থেকেই বেশি। বর্তমানে সাধারণ মানুষ যেই সবজি গুলো খাবে সেই গুলোর দামও দেখছি আকাশ ছোঁয়া হয়ে গেছে। বাজারের বিক্রেতারা যখন যেভাবে ইচ্ছা দাম বাড়িয়ে দিচ্ছে, তাদের কাছে ক্রেতাদের কিছুই বলার নাই কিছুই করারও নেই। দেশের সাধারণ মানুষ এত দাম দিয়ে এগুলো কিনে খেতে পারবে না।

আরও পড়ুন: পেঁয়াজের দাম সেঞ্চুরি, কমেনি মরিচ

এই বিষয়ে কারওয়ানবাজারের সবজি বিক্রেতারা বলেন, দেশে টানা কয়েকদিনের বৃষ্টির কারণেই জমিতে সকল ধরনের সবজির গাছগুলো হেলে পড়েছে। এছাড়াও বৃষ্টির কারণে কৃষকরা ফসল বাড়িতে তুলতে পারেনি কয়েকদিন। সব কিছু মিলিয়ে পাইকারি এই বাজারেই সকল ধরনের সবজির সরবরাহ অনেকটাই কম। যেই কারণে হঠাৎ করেই সবজির দাম বেড়েছে। এই বৃষ্টি শেষে সবজি সরবরাহ ঠিক হলে দাম আবার কমে আসবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান ম...

যুবদল নেতা শান্ত হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম–আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৫)...

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬ রান

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ গড়েছে...

কৃষক দলের কেন্দ্রীয় নেতার ইসলামী আন্দোলনে যোগদান, করতে চান নির্বাচন

কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী ‘দলীয় কর্ম...

নাশকতা করলে গুলি করার নির্দেশনা ব্যক্তিগত নয়; আইনের বিধান

ঢাকা মহানগর (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রাজধানীতে ককটেল বিস্...

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উ...

কৃষক দলের কেন্দ্রীয় নেতার ইসলামী আন্দোলনে যোগদান, করতে চান নির্বাচন

কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী ‘দলীয় কর্ম...

আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান ম...

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত অ...

শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধে অস্ট্রেলিয়ায় আইন পাস

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার কঠোরভাবে নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা