নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, রমজান মাসে কারো লোভে ভোক্তারা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যবসায়ী, জনগণ ও জনপ্রতিনিধিসহ সবাইকে সজাগ থাকতে হবে।
আরও পড়ুন: তেল কিনবে সরকার
শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে এক বাণীতে তিনি এসব কথা বলেন। এ বছর এটির প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’।
রাষ্ট্রপতি জানান, এ বছর রমজান মাসে ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে। আশা করছি, দেশবাসী মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ভোক্তা ও সেবা গ্রহীতাদের অধিকার সমুন্নত রাখতে সচেতন হবেন।
আরও পড়ুন: দেশে শ্রমজীবী শিশু ৩৫ লাখ
রাষ্ট্রপতি আরও বলেন, ভোক্তা-অধিকার একটি সর্বজনীন ও ন্যায্য অধিকার। আইনানুযায়ী ও নিয়মমাফিক পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদান মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় করে। এছাড়াও খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিপণনসহ গুণগত মান নিশ্চিত করা জরুরি।
সাহাবুদ্দিন জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ প্রণয়ন করেছে। এছাড়াও আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনগণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও প্রজাতন্ত্রের কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবককে হত্যা
তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথ ধরে দেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে চলেছে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য স্মার্ট ভোক্তা ও স্মার্ট বাজার ব্যবস্থাপনা জরুরি।
সান নিউজ/এএ