নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।
আরও পড়ুন : বাধা-বিপত্তির পরও ভোটের পরিবেশ তৈরি করেছি
রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীতের সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়তে থাকে। তবে দুপুরের দিকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
আরও পড়ুন : ভোটাররা তাদের বর্জন করেছে
রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, সকাল সকাল ভোট কেন্দ্রে চলে আসছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। কোন ধরনের সহিংস পরিবেশ দেখিনি।
রাজধানীর মগবাজার এলাকায় শাহ নুরী মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটাররা জানান, সুষ্ঠভাবেই ভোটগ্রহণ চলছে। কোন ধরণের ঝামেলা এখনো চোখে পরেনি।
আরও পড়ুন : আগের চেয়ে এবার নির্বাচন ভালো হচ্ছে
রাজধানীর ইস্পাহানী বালিকা বিদ্যালয়ে প্রথম ভোট দিতে আসা কামাল হোসেন বলেন, এবারই প্রথম ভোট দিতে আসছি। ভোট দিয়ে খুব ভাল লাগছে। কোন ভয় কাজ করেনি।

রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা এক নারী বলেন, ভোটকেন্দ্রে আসতে ভয় লাগছিল। যদি কোন ঝামেলা হয়। কিন্তু আসার পর কোন ঝামেলা দেখছিনা। পছন্দের মানুষকে ভোট দিতে পেরে খুব ভাল লাগছে।
আরও পড়ুন : জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে
বাংলামোটর এলাকার আরেক তরুণ ভোটার সাকিব বলেন, ভোটার উপস্থিতি কম। তাই খুব সহজেই ভোট দিতে পেরেছি। কোন ঝামেলা নেই।
প্রসঙ্গত, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।
আরও পড়ুন : হাজারীবাগে ককটেল বিস্ফোরণ
সারাদেশে নির্বাচন ঘিরে ৫ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী।
এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            