ছবি: সংগৃহীত
জাতীয়

সব রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছে ইসি 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সাথে আগামী ৪ নভেম্বর সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: কাল দেশে ফিরবেন রাষ্ট্রপতি

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) ৪৪ টি দলের সাথে বসবে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জানাতে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা ২ প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে ২ ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

আরও পড়ুন: একনেকের ৩৭ প্রকল্পের অনুমোদন

এদিকে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দেশের প্রধান ২ রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে।

বিএনপি বলছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অপরদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে অনড় রয়েছে ক্ষমতাসীন দল।

এ ইস্যুতে বিএনপির চলমান আন্দোলনের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসার উদ্যোগের কথা জানিয়েছে ইসি।

আরও পড়ুন: সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের সাংগঠনিক সক্ষমতা ও জনমত পক্ষে টানতে কয়েক মাস ধরে সারা দেশে সমাবেশ ও পাল্টা-সমাবেশের কর্মসূচি দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী, সংসদের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে ২৯ জানুয়ারি। সেই হিসাবে ৯০ দিনের গণনা শুরু হবে আগামীকাল ১ নভেম্বর থেকে।

এদিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা ও জানুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ধিক্কার ছাড়া কিছু জুটবে না বিএনপির

এর আগে ২০২২ সালের জুলাইয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের কর্ম পরিকল্পনা তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে ইসি। তবে সে সময় বিএনপি ও ৮ টি বিরোধী দল ঐ সংলাপে অংশ নেয়নি।

তাদের মতে, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব নয়।

এ বছর মার্চে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আধা সরকারি চিঠি দিয়েছিলেন। তবে বিএনপি ঐ আমন্ত্রণেও সাড়া দেয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএ...

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের বিদেশি কুরিয়ার সার্ভিসের কার...

সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাবে ইডেন কলেজের আপত্তি

সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন ও প্রশাসনিক ক...

এনসিপির দাবি জুলাই সনদে ৩ দফা অন্তর্ভুক্ত করা

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা...

পানির অভাবে তিস্তা এখন মরুময় বালুচর

একসময় উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় তিস্তা নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন...

নির্বাচনের পরও কেন অপরিবর্তিত আমলাতন্ত্র?

সরকার বদলায়, কিন্তু ফাইল চালানো হাতগুলো একই থাকে।...

কেশবপুরে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর জেলার কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরা...

গাজার আর্তনাদ: ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ আনুগত্য

গাজার আকাশে এখন কোনো শব্দ নেই—না বোমার, না ড্রোনের, না আর্তনাদের। কিন্ত...

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা

এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্র...

জুলাই বিতর্কে সালাহউদ্দিনের সাফ কথা: ‘অপব্যাখ্যার ফাঁদে পড়েছি’

জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা &l...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা