নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে মধুবাগ সেতুর নিচ থেকে পুলিশ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
আরও পড়ুন: রাশিয়ার বন্ধু তালিকায় বাংলাদেশ
শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঐ ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কারিবেল হাসান জানিয়েছেন, আমরা খবর পেয়ে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে ঐ মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অক্টোবরে ইসির কর্মশালা
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। সিআইডি’র ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় জানা যেতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/এএ