ছবি : সংগৃহিত
জাতীয়

আজ ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের হজ এবং ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

মূলত, সৌদি সরকারের ওমরাহ ব্যবস্থায় নতুন উদ্যোগসহ মক্কা ও মদিনায় পবিত্র দুই মসজিদে আরও সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করতে তার এ সফর।

প্রায় এক যুগ পর সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর বাংলাদেশ সফরকে পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় বেশ গুরুত্বের সঙ্গে দেখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি হজ বিষয়ক মন্ত্রী পাকিস্তান হয়ে বাংলাদেশে আসবেন। এটা আঞ্চলিক সফর। আল-রাবিয়াহর এটাই প্রথম বাংলাদেশ সফর।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদির হজ ও ওমরাহমন্ত্রী ইসলামাবাদ হয়ে আজ মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঢাকায় আসবেন।

ঢাকা সফরকালে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া, তিনি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠক করবেন।

ঢাকাস্থ সৌদি দূতাবাসের আয়োজনে বসুন্ধরা কনভেনশন সেন্টারে হজ ও ওমরাহ সংক্রান্ত অ্যাপস নুসুক বিষয়ে হজ এজেন্সিগুলোকে নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার উদ্বোধন করবেন আল-রাবিয়াহ।

আরও পড়ুন: যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-ভারত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, হজের বিষয়ে কিছু ফেসিলিটেশন মেজারস নিয়েছে সৌদি আরব। ইনিশিয়েটিভ টু রোড মক্কা তার মধ্যে একটা। এর আওতায় ঢাকাতেই হজযাত্রীর ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশি করা হয়। ইনিশিয়েটিভ টু রোড মক্কার বাস্তবায়ন দেখবেন তিনি। এছাড়া, অনেকদিন ধরে হজ ও ওমরাহমন্ত্রীর এখানে আসা হয়নি।

এ কর্মকর্তা আরও জানান, ওমরাহর ক্ষেত্রে সৌদি সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমাদের চিঠির মাধ্যমে কিছু জানায়নি। তবে, মুখে মুখে বলছে। যারা ওমরাহ করতে যাবেন, তাদের এজেন্সির কাছে যেতে হবে না।

অনলাইনে আবেদন করে আগ্রহীরা সৌদি আরবে যেতে পারবেন। এসব বিষয়ে তাদের জানানোর দরকার। এসব বিষয় নিয়ে আলোচনা করতে তিনি আসছেন বলেও জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন: ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

এদিকে, গত শনিবার (১৯ আগস্ট) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ।

সৌদি আরবের ভিশন ২০৩০ অর্জনে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ওমরাহ পালনকারীদের সৌদি আরব যাত্রা আরও সহজ করা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন: বিশেষ বিবেচনায় দেখবে ভারত

প্রসঙ্গত, সৌদির হজ ও ওমরাহমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি আল-রাবিয়াহ গড সার্ভিস প্রোগ্রাম কমিটিরও চেয়ারম্যান।

২০২১ সালের অক্টোবর মাসে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-রাবিয়াহকে দেশটির হজ ও ওমরাহমন্ত্রীর দায়িত্ব দেন। এর আগে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আল-রাবিয়াহ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডাকাতির প্রস্তুতিকালে শ্রমিক লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শ্রমিক লী...

নেত্রকোনা–৩ আসনে মনোনয়ন পেলেন মাওলানা শেখ শামছুদ্দোহা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া)...

রেমিট্যান্স অ্যাওয়ার্ডে প্রথম হলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়...

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে প...

কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

খেলতে গিয়ে সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস, শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস লেগে সাফওয়ান নামে ৪ বছরের এক শি...

কভার্ড ভ্যান–বাসের মাঝে পিষে মোটরসাইকেল চালক নিহত

ঝালকাঠি বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় বাস ও কভার্ড ভ্য...

সাংবাদিকসহ ৪ পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

মাদারীপুরে মাহবুবুর রহমান বাদল নামের এক সিনিয়র সাংবাদিককে ১৫ দিন ধরে অবরুদ্ধ...

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে প...

ভারতের জার্সি গায়ে পাকিস্তানি খেলোয়াড়, ফেডারেশনের জরুরি সভা

পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড় বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি গায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা