শ্রিংলার সফর নিয়ে সংসদীয় কমিটির প্রশ্ন
জাতীয়

শ্রিংলার সফর নিয়ে সংসদীয় কমিটির প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ‘আকস্মিক সফর’ নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের সিদ্ধান্তও হয়েছে।

শ্রিংলার সাম্প্রতিক সফর নিয়ে রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়।

সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও ছিলেন।

ফারুক খান সাংবাদিকদের বলেন, বৈঠকে শ্রিংলার ‘অনানুষ্ঠানিক’ সফরের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আমরা জিজ্ঞেস করেছি, উনি আনঅফিসিয়াল ভিজিটে আসলেন কেন? কূটনৈতিক সফর আনঅফিসিয়াল হয়?মন্ত্রণালয় আমাদের জানাল, এরকম সফর হয়। আগের শিডিউলড ভিজিট না। এর প্রধান উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া।

দুই দিনের আকস্মিক সফরে গত ১৮ অগাস্ট সকালে ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা। সফরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠক হয়।

শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেও সরকারের তরফে কিছু জানানো হয়নি। শ্রিংলার এই সফরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা ভারতে উৎপাদিত হলে তা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশ্বস্ত করেছে ভারত।

চীন-ভারত সীমান্ত দ্বন্দ্বের প্রেক্ষাপটে শ্রিংলার এই সফর ছিল বেশ আলোচিত। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সংবাদপত্রে বাংলাদেশের অবস্থান নিয়ে নানা খবর আসে। সেসব খবর নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের কথা হয়েছে বলে জানান ফারুক খান।

তিনি বলেন, “বৈঠকে এ বিষয়টি আমরা তুলেছিলাম। মন্ত্রণালয় আমাদের জানিয়েছে তারাও ভারতের পররাষ্ট্র সচিবের কাছে বিষয়টি তুলেছিল। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে ভাবছে। তবে গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে তাদের কিছু করার নেই।

রোববারের বৈঠকে বাংলাদেশ ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বর্তমান সম্পর্কের চ্যালেঞ্জ এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনার সূচি ছিল। এই আলোচনা পরবর্তী বৈঠকে হবে বলে সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান জানান। তিনি বলেন, “ওই দিন ক্লোজড ডোর মিটিং হবে।”

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদীয় কমিটির বৈঠক এমনিতেই রুদ্ধদ্বার। তারপরও ‘রুদ্ধদ্বার’ বলতে কী বোঝাচ্ছেন- প্রশ্নে ফারুক খান বলেন, “কমিটির সদস্যদের বাইরে বৈঠকে অনেকেই উপস্থিত থাকেন। সামনের বৈঠকে আমরা উপস্থিতি ঠিক করে দেব। সেজন্য ক্লোজড ডোর বলা হচ্ছে।”

রোববারের বৈঠকে কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল (জন) উপস্থিত ছিলেন।

বৈঠকে সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের পরবর্তী সময়ে বাংলাদেশিদের অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ওই বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি মারা গেছেন। প্রায় ৮০ জন বাংলাদেশি আহত হয়েছেন। শান্তিরক্ষা কাজে নিয়োজিত ২১ জন নৌবাহিনীর সদস্য আহত হয়েছেন।

ফারুক খান বলেন, “ওই দেশে প্রায় ৩ হাজার বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। তাদের ফেরত আনার জন্য কমিটি ব্যবস্থা নিতে বলেছে। পররাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন, ব্যবস্থা করা হবে।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা