আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা বাড়ছে, গাজায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার হামলায় নতুন করে আরও অন্তত ৭১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২৫১ জন।

নিহতদের মধ্যে গাজা সিটিতেই মারা গেছেন ৩৭ জন। ইসরায়েল জানিয়েছে, এখানেই তারা আরও বড় ধরনের সামরিক অভিযান চালাতে যাচ্ছে। খবর আনাদোলু এজেন্সির।
শুক্রবার (২৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। একইদিন আল জাজিরার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনাদের কোয়াডকপ্টার ড্রোন শেখ রাদওয়ান এলাকার একটি স্কুল ভবনের উপর চক্কর দিচ্ছে। অল্প কিছুক্ষণ পরই সেটি থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হলে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। স্থানীয়রা জানিয়েছেন, ওই স্কুল ভবনেই অস্থায়ী তাঁবু ফেলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

এ ছাড়া, আল-আহলি হাসপাতালের একটি সূত্র জানায়, গাজা সিটির তুফাহ এলাকায়ও ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য সংকট ও অপুষ্টিতে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একটি শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষ-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৩ জনে, যার মধ্যে ১১২ জনই শিশু। মন্ত্রণালয়ের দাবি, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপ বা রাস্তায় আটকা পড়ে আছেন। ইসরায়েলি বোমা হামলার কারণে উদ্ধারকারী দলগুলোও সেখানে পৌঁছাতে পারছে না।

তথ্যমতে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভঙ্গের পর থেকে ইসরায়েলের নতুন অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৪৫ হাজার ৩২৪ জন।

এদিকে মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ মানুষের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় নিহত হয়েছেন আরও ২৪ জন, আহত হয়েছেন ১৩৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শুধু ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণের খোঁজে গিয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১৫ হাজার ১৯৭ জন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি ইসরায়েলের শর্ত না মানে তবে গাজার সবচেয়ে বড় শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, গাজায় হামাসের খুনি ও ধর্ষকদের মাথার ওপর শিগগিরই নরকের দরজা খুলে যাবে, যতক্ষণ না তারা ইসরায়েলের শর্তে আত্মসমর্পণ করছে।

ইসরায়েলের শর্তের মধ্যে রয়েছে, সব বন্দিকে মুক্তি দেওয়া এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। তবে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির বিনিময়ে বন্দিদের মুক্তি দিতে রাজি, কিন্তু স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে নিরস্ত্রীকরণের প্রশ্নই আসে না।

গত মার্চ থেকে ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ জারি করার পর প্রায় ২৪ লাখ মানুষের জীবন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। দেখা দিয়েছে দুর্ভিক্ষ, রোগবালাই ও জরুরি সেবার সংকট।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এ পর্যন্ত অন্তত ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জন আহত হয়েছেন। অপরদিকে, হামাসের ওই দিনের হামলায় ইসরায়েলে প্রাণহানি হয়েছিল ১ হাজার ১৩৯ জনের, আর জিম্মি করা হয়েছিল দুই শতাধিক মানুষকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএ...

সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএ...

‘ওড়না কোথায়’ বলে তরুণীকে হেনস্তা করা যুবক গ্রেপ্তার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ‘ওড়না কোথ...

চাকসুতেও শিবিরের জয়জয়কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিশাল জয় পেয়েছ...

দুদকের নির্দেশে ৩৬ দিন পর মামলা নিল পুলিশ

অভিযোগ ওঠে ঝালকাঠির রাজাপুরে সোহাগ ক্লিনিকের ভুল চিকিৎসায় জমজ দুই নবজাতকের মৃ...

জুলাই–আগস্টের আন্দোলনে কেউ ‘মাস্টারমাইন্ড’ ছিল না

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা