জাতীয়

সিটি নির্বাচনকে ঘিরে বহিরাগতদের জমজমাট অবস্থান ঢাকায়

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন রাজধানীতে ঢাকার আশেপাশের জেলা থেকে মানুষের সমাগম বাড়তে পারে এমন আশংকা পুলিশের। আর তা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে তিন দিন আগে গত বুধবার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন ( ইসি)। সেই বৈঠকে ভোটের দিন বহিরাগতদের রাজধানীমুখী হওয়া ঠেকাতে ঢাকার প্রবেশ পথে তল্লাশীর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

কিন্তু পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আরও আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন জড়ো হতে শুরু করেছেন ঢাকায়।

আওয়ামী লীগ ও বিএনপির উভয় দলেরই বিভিন্ন জেলা শাখা এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান করেছেন ঢাকায়। তারা নিজ নিজ দলের মেয়র প্রার্থীদের প্রচার-প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন, কেউ কেউ তদারকির দায়িত্বে রয়েছেন নির্বাচন পরিচালনাসহ বিবিধ কাজে। ঢাকার বাইরে থেকে দলীয় নেতা-কর্মীদের রাজধানীতে এনে জড়ো করার বিষয়টি দুই দলেরই কেন্দ্রীয় সাংগঠনিক নির্দেশনা বলে জানা গেছে।

এদিকে পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। তাদের অনেকে নিজ নিজ এলাকা থেকে আত্মীয়-স্বজন-কর্মী-সমর্থকদের এনে নিজ নিজ নিজ ওয়ার্ডে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আর সেই বহিরাগতরা চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা।

শুধু প্রচার-প্রচারণার কাজের জন্যই নয়, নাম প্রকাশে অনিচ্ছুক দুই দলেরই শীর্ষ কয়েক নেতা সান নিউজকে বলেন, ভোটের দিন মাঠ নিজেদের দখলে রাখতে অনেক ধরণের কৌশল অবলম্বন করতে হয়। এটিও তার অংশ। মূলত ভোটের দিনকে সামনে রেখেই বাইরে থেকে নেতাদের ঢাকায় জড়ো করা হচ্ছে বলে জানান তারা। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি কেন্দ্রে-কেন্দ্রে পাহারা দেওয়ার প্রস্তুতি হিসেবে অতিরিক্ত মানুষ সমাগমের বিষয়ে অভিন্ন সুর তাদের কথায়।

বিএনপি’র কেন্দ্রীয় কয়েকজন নেতা জানান, বেশ কয়েকটি জেলার মূল দল এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা-উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ পদ-পদবিধারী অনেক নেতাই এখন ঢাকায় অবস্থান করছেন। তাদের অনেকে দলের দুই দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচন পরিচালনা, সমন্বয়সহ করাসহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার দায়িত্বও পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগেরও বেশ কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, বিভিন্ন জেলা ও উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতারা আরও আগে থেকেই ঢাকা জড়ো হতে শুরু করেছেন ঢাকাতে। তারা নিয়মিতভাবে দক্ষিণে শেখ ফজলে নূর তাপস ও উত্তরে আতিকুল ইসলামের পক্ষে নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছেন।শুধু প্রচার-প্রচারণা, গণসংযোগ, মিছিল, মিটিং-ই নয়, ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে-কেন্দ্রে পাহারায় থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য তাদেরকে কেন্দ্রীয়ভাবেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপি নেতারাও বলছেন, এবার যেহেতু শেষ পর্যন্ত লাড়াই করা হবে, তাই ভোটের দিন ভোর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা। এ কাজে ঢাকা মহানগর নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও মূল দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে।

এর প্রতিফলন এরই মধ্যে পড়তে শুরু করেছে রাজধানীর আবাসিক হোটেলগুলোতে। কয়েকদিন আগে থেকেই ঢাকায় বিভিন্ন কাজের সূত্রে আসা কর্মমুখী মানুষের জন্য অধিকাংশ হোটেলে রুম পাওয়া কঠিন হয়ে পড়েছে। সুযোগ বুঝে কোন কোন হোটেল তাদের রুম ভাড়াও বাড়িয়ে দিয়েছে।

২০০৯ সালে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিদের বিরুদ্ধে ব্যাপক প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন কমিশন মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারের বাইরে রাখার বিষয়টি বিধিমালায় যুক্ত করে।

কিন্তু সেই বিধি লংঘনের অভিযোগও উঠতে থাকে একের পর এক। ২০১৮ সালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে সেখানে গিয়ে হাজির হন খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকসহ বেশ কয়েকজন সংসদ সদস্য।

একই ধরণের আচরণ বিধি লংঘনের ঘটনা ঘটে বরিশাল এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও। যার রেশ রয়ে যায় ঢাকার দুই সিটির নির্বাচনেও। এ নিয়ে পক্ষে বিপক্ষে কথা ওঠে আওয়ামী লীগ এবং বিএনপি’র পক্ষ থেকে। নির্বাচন কমিশনের খানিকটা ভূমিকার কারণে সেই বিতর্ক এবং মন্ত্রী-এমপিদের মাঠে নামা বন্ধ হলেও ঠেকানো যাচ্ছে না দুই দলের পক্ষেই বহিরাগতদের ঢাকা জড়ো হওয়ার বিষয়টি। শুধুমাত্র ভোটের দিন ঢাকার প্রবেশ পথে তল্লাশি চৌকি বসিয়ে বহিরাগতদের কতোটুকু ঠেকানো যাবে, তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। শনিব...

পিআর পদ্ধতির নামে নির্বাচনকে বিলম্বিত করতেই আন্দোলন চলছে

নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে বলে মন্তব্য করেছেন ব...

দগ্ধ স্বপ্ন: আশুলিয়ায় পুড়ে গেল ১৭ দোকান

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৭ দোক...

প্রতারক চক্রের ফাঁদে না পড়ার আহ্বান মাদ্রাসা শিক্ষা বোর্ডের

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের অনলাইনভিত্তিক সেবাগুলো নিয়ে প্রতারণার শি...

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষু...

জাতীয় নির্বাচন হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়...

হতাশা হয়ে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর দ...

ভোজ্যতেলের দাম লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়লো

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

বরিশাল বিপিএল খেললে তামিমও খেলবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা