জাতীয়
৬ দফা দাবিতে মানববন্ধন

চাকরি ফেরৎ চান বেল্লাল

মুজাহিদুল ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন রোকেয়া বেগম। গত বছর দুর্ঘটনায় তার বাম পা পুড়ে যায়। পরে পায়ে সংক্রমণ ও পচন দেখা দিলে তার স্থলে সরকারি বিধি মোতাবেক ছেলে বেল্লাল কাজে যোগ দেন। দেড় বছর কাজ করার পর তিনি জানতে পারেন তাকে চাকরি থেকে বাদ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৬ দফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে অসুস্থ মাকে কাঁধে ভর করে নিয়ে উপস্থিত হন পরিচ্ছন্নতাকর্মী বেল্লাল। এ সময় তিনি চাকুরি ফিরে পেতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

বেল্লাল বলেন, চাকুরি হারিয়ে অসুস্থ মায়ের চিকিৎসা খরচ ও পরিবারের ব্যয়ভার চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

চাকুরি প্রসঙ্গে তিনি বলেন, ’ গত বছর মা অসুস্থ হলে সরকারি নিয়মানুযায়ী প্রধান বজ্য ব্যবস্থাপক ২০২১ সালের ৯ মে থেকে মায়ের পরিবর্তে আমাকে চাকুরি দেন। তখন থেকে দেড় বছর কাজ করি। সম্প্রতি জানতে পারি আমার চাকরি বাতিল করা হয়েছে। কিন্তু এর কারণ আমাকে বলা হয়নি।’

তিনি আরও বলেন, অসুস্থ মা ও পরিবার নিয়ে আজ আমি মানবেতর জীবনযাপন করছি। আমার চাকুরি ফিরিয়ে দিন । তা নাহলে বলুন, কেন আমাকে বাতিল করা হয়েছে।

মায়ের অসুস্থা প্রসঙ্গে বেল্লাল বলেন, গত দেড় বছরে মায়ের চিকিৎসা বাবদ প্রায় সাড়ে ৬ লাখ টাকা খরচ হয়েছে; কারও কাছে হাত পাতনি। আমার যা ছিলো সব দিয়ে আমি চেষ্টা করেছি, এখন দুইটা কিডনি ছাড়া আর কিছু নাই।

এ সময় অশ্রু চোখে রোকেয়া বেগম ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।

মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ভাগ্যের সন্ধানে ঢাকায় পাড়ি জমানো বেল্লালের পরিবরের বর্তমান ঠিকানা ধলপুর ১৪ নম্বর বস্তি।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা নিম্নোক্ত ৬ দফা দাবিতে মানববন্ধন করেন:

১. ১০/০৬/১৯৯২ ইং তারিখে জারিকৃত স্মারক নং ৯৭৯ আদেশ পুনর্বহাল করতে হবে।

২. পরিচ্ছন্নতাকর্মীদের ৫৯ বছর পূর্ণতায় অবসরে পাঠানোর সময় তার পোষ্যদের চাকরি প্রদানসহ এককালীন ১০ লাখ টাকা অনুদান প্রদান করতে হবে।

৩. কর্মরত অবস্থায় কোন পরিচ্ছন্নতাকর্মী মৃত্যুবরণ করলে তার পরিবারকে এককালীন ৫ লাখ টাকা অনুদান প্রদানসহ পোষ্য কোটায় চাকরি দিতে হবে।

৪. ঠিকাভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং স্কাভেঞ্জার্স ইউনিয়নের নেতৃবৃন্দসহ অন্যান্য পরিচ্ছন্নতাকর্মীদের অন্যায়ভাবে কর্মচ্যুত আদেশ বাতিল পূর্বক পুনর্বহাল করতে হবে।

৫. সিটি কর্পোরেশনের কলোনিগুলোতে কয়েকশত বছর ধরে বসবাসকারী কোন পরিবারকে বাসস্থানের অধিকার হতে বঞ্চিত করা যাবে না ।

৬. মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক পরিচ্ছন্নতাকর্মীদের বংশানুক্রমে চাকরি এবং বাসস্থানের নিশ্চয়তা চাই।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদনের দ্বিতীয় পর্যায়ের প...

 রাশিয়ার দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ

রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কিনেছিল জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়...

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি

আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন জেলা...

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আজই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

আরিয়ানই আমার ভবিষ্যতের আস্থা : শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা