জাতীয়
৬ দফা দাবিতে মানববন্ধন

চাকরি ফেরৎ চান বেল্লাল

মুজাহিদুল ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন রোকেয়া বেগম। গত বছর দুর্ঘটনায় তার বাম পা পুড়ে যায়। পরে পায়ে সংক্রমণ ও পচন দেখা দিলে তার স্থলে সরকারি বিধি মোতাবেক ছেলে বেল্লাল কাজে যোগ দেন। দেড় বছর কাজ করার পর তিনি জানতে পারেন তাকে চাকরি থেকে বাদ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৬ দফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে অসুস্থ মাকে কাঁধে ভর করে নিয়ে উপস্থিত হন পরিচ্ছন্নতাকর্মী বেল্লাল। এ সময় তিনি চাকুরি ফিরে পেতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

বেল্লাল বলেন, চাকুরি হারিয়ে অসুস্থ মায়ের চিকিৎসা খরচ ও পরিবারের ব্যয়ভার চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

চাকুরি প্রসঙ্গে তিনি বলেন, ’ গত বছর মা অসুস্থ হলে সরকারি নিয়মানুযায়ী প্রধান বজ্য ব্যবস্থাপক ২০২১ সালের ৯ মে থেকে মায়ের পরিবর্তে আমাকে চাকুরি দেন। তখন থেকে দেড় বছর কাজ করি। সম্প্রতি জানতে পারি আমার চাকরি বাতিল করা হয়েছে। কিন্তু এর কারণ আমাকে বলা হয়নি।’

তিনি আরও বলেন, অসুস্থ মা ও পরিবার নিয়ে আজ আমি মানবেতর জীবনযাপন করছি। আমার চাকুরি ফিরিয়ে দিন । তা নাহলে বলুন, কেন আমাকে বাতিল করা হয়েছে।

মায়ের অসুস্থা প্রসঙ্গে বেল্লাল বলেন, গত দেড় বছরে মায়ের চিকিৎসা বাবদ প্রায় সাড়ে ৬ লাখ টাকা খরচ হয়েছে; কারও কাছে হাত পাতনি। আমার যা ছিলো সব দিয়ে আমি চেষ্টা করেছি, এখন দুইটা কিডনি ছাড়া আর কিছু নাই।

এ সময় অশ্রু চোখে রোকেয়া বেগম ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।

মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ভাগ্যের সন্ধানে ঢাকায় পাড়ি জমানো বেল্লালের পরিবরের বর্তমান ঠিকানা ধলপুর ১৪ নম্বর বস্তি।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা নিম্নোক্ত ৬ দফা দাবিতে মানববন্ধন করেন:

১. ১০/০৬/১৯৯২ ইং তারিখে জারিকৃত স্মারক নং ৯৭৯ আদেশ পুনর্বহাল করতে হবে।

২. পরিচ্ছন্নতাকর্মীদের ৫৯ বছর পূর্ণতায় অবসরে পাঠানোর সময় তার পোষ্যদের চাকরি প্রদানসহ এককালীন ১০ লাখ টাকা অনুদান প্রদান করতে হবে।

৩. কর্মরত অবস্থায় কোন পরিচ্ছন্নতাকর্মী মৃত্যুবরণ করলে তার পরিবারকে এককালীন ৫ লাখ টাকা অনুদান প্রদানসহ পোষ্য কোটায় চাকরি দিতে হবে।

৪. ঠিকাভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং স্কাভেঞ্জার্স ইউনিয়নের নেতৃবৃন্দসহ অন্যান্য পরিচ্ছন্নতাকর্মীদের অন্যায়ভাবে কর্মচ্যুত আদেশ বাতিল পূর্বক পুনর্বহাল করতে হবে।

৫. সিটি কর্পোরেশনের কলোনিগুলোতে কয়েকশত বছর ধরে বসবাসকারী কোন পরিবারকে বাসস্থানের অধিকার হতে বঞ্চিত করা যাবে না ।

৬. মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক পরিচ্ছন্নতাকর্মীদের বংশানুক্রমে চাকরি এবং বাসস্থানের নিশ্চয়তা চাই।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গরুর সঙ্গে শত্রুতা: গোয়ালঘরে কৃষকের গরু জবাই করলো দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে...

অভিমান ভুলে ঐক্যবদ্ধ মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি নেতাকর্মীরা

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স...

বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘ...

অথর্ব এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন ন...

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে তাঁর পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দ...

বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘ...

ঝালকাঠিতে মেলার মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলার দ্বিতীয় দিনে ১৫ ডিসেম্বর...

লক্ষ্মীপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৫৫ তম মহান বিজয় দিবস।...

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নে...

নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা

নোয়াখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ–কবিরহাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা