সান নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিএসএমএমইউতে গিয়ে এ চিকিৎসা নেন তিনি। বিএসএমএমইউয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিএসএমএমইউয়ের অধ্যাপক ডা. ফজলুর রহমানের কাছে চিকিৎসা নেন ড. মোমেন। তার কয়েকটি টেস্ট করানো হয়। এসব টেস্টের রিপোর্ট বুধবার (৭ সেপ্টেম্বর) দেওয়া হবে। সে মোতাবেক চিকিৎসা নেবেন ড. মোমেন।
আরও পড়ুন: চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, শারীরিক অসুস্থার কারণেই সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেতে পারেননি ড. মোমেন। সরকারপ্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সফরে না যাওয়া বিরল ঘটনা।
যদিও মোমেনের প্রধানমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লি যাওয়ার বিষয়টি চূড়ান্তই ছিল। এমনকি সফরের আগের দিন রোববার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে খোদ পররাষ্ট্রমন্ত্রীই জানিয়েছিলেন, তিনিও সফরে যাচ্ছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি
তবে শেষ মুহূর্তে এ অসুস্থতার কারণেই তিনি সফরে যেতে পারেননি বলে জানানো হয় সরকারের তরফ থেকে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            