ফাইল ফটো
জাতীয়

ঢামেকে রোগী উধাও, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত এক রোগীকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে রোগীর স্বজনরা রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে রোগী মাইনুউদ্দিনকে (২৮) পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তার বাবা রবিউল হক ও ভাই মো. জামাল।

তারা জানান, গত ২৩ অক্টোবর দুপুরে অসুস্থতার কারণে মাইনুউদ্দিনকে ফেনী সদর উপজেলার মটরী ইউনিয়নের লক্ষিপুর গ্রাম থেকে ঢামেক হাসপাতাল আনা হয়। তার শারীরিক অবস্থা খুবই দুর্বল, পা ফুলে গেছে। তাকে ঢামেকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওর্য়াডে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।

মো. জামাল জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে এক চিকিৎসক (কথিত ডা. আশিক) রোগীর কাছে আসেন। এসময় ওই চিকিৎসক রোগীকে নিয়ে দশ তলায় যেতে বলেন। তিনি বলেন, সেখানে তার পরীক্ষা-নিরিক্ষা করা হবে এবং বড় ডাক্তার তাকে দেখবে। ওই চিকিৎসকের সঙ্গে তারা রোগীকে নিয়ে দশতলায় যান। সেখানে তাকে একটি কক্ষে নিয়ে বসান ওই চিকিৎসক। তখন রোগীর ভাই চিকিৎসককে বলেন, সকাল আটটা বেজে গেছে, তার খাবারের সময় হয়ে গেছে, তার জন্য খাবার আনতে হবে। এসময় ওই চিকিৎসক তাকে বলেন, যান খাবার নিয়ে আসেন।

জামাল আরও জানান, খাবার নিয়ে ফিরে এসে সেখানে রোগীকে পাননি তিনি। ওই চিকিৎসক তাকে জানান, রোগীকে আরেক চিকিৎসক সাততলায় নিয়ে গেছেন। আপনি ২ ঘণ্টা পরে আসেন, তাকে আবার এখানে নিয়ে আসবে। এরপর থেকে আর রোগীকে পাওয়া যায়নি।

তিনি বলেন, বারবার রোগীর খোঁজ নিতে গেলে চিকিৎসকরা বিরক্ত হয়ে বলেন- আপনার রোগী কোথায় গেছে আমরা কিভাবে বলবো। এভাবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। কিন্তু রোগীর কোনও সন্ধান পাইনি। পরে বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড মাস্টার রিয়াজ এবং সেখানে কর্মরত আনসারসহ সকলকে জানাই। তাদের পরামর্শে হাসপাতালের পুলিশ ফাঁড়িকে জানিয়েছি।

তিনি জানান, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হককে বিষয়টি জানানো হয়েছে। তিনি রোগীর স্বজনদের শাহবাগ থানায় পাঠান। শাহবাগ থানা রোগীর স্বজনদের অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে। যার নম্বর ১৮৬৪। রাত নয়টায় পর্যন্ত রোগীকে পাওয়া যায়নি।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ওই রোগীর স্বজনরা আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা এ নিয়ে কাজ করছি। এর সঙ্গে কারা জড়িত রয়েছে, তাও দেখা হচ্ছে। আমাদের লোক এ বিষয়ে কাজ করছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ থেকে বন্ধ অর্ধকোটি মোবাইল সিম, বিটিআরসির কড়াকড়ি শুরু

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহ...

গণভোট নিয়ে সমঝোতার ইঙ্গিত, প্রধান উপদেষ্টার ওপর আস্থা এনসিপির

গণভোটের সময়সূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেখ হাসিনার সাবেক পিয়ন থেকে ‘কোটিপতি জাহাঙ্গীর’, ১০০ কোটি টাকার পাচার মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবে...

ঢাকার পাতাল মেট্রো প্রকল্পে স্থবিরতা, বাস্তবায়নে লাগবে আরও এক যুগ

দেশের প্রথম পাতাল মেট্রোরেল বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২...

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পতনের কারণ: দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের মূল...

আজ থেকে বন্ধ অর্ধকোটি মোবাইল সিম, বিটিআরসির কড়াকড়ি শুরু

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহ...

গণভোট নিয়ে সমঝোতার ইঙ্গিত, প্রধান উপদেষ্টার ওপর আস্থা এনসিপির

গণভোটের সময়সূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা