ফাইল ফটো
জাতীয়

ঢামেকে রোগী উধাও, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত এক রোগীকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে রোগীর স্বজনরা রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে রোগী মাইনুউদ্দিনকে (২৮) পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তার বাবা রবিউল হক ও ভাই মো. জামাল।

তারা জানান, গত ২৩ অক্টোবর দুপুরে অসুস্থতার কারণে মাইনুউদ্দিনকে ফেনী সদর উপজেলার মটরী ইউনিয়নের লক্ষিপুর গ্রাম থেকে ঢামেক হাসপাতাল আনা হয়। তার শারীরিক অবস্থা খুবই দুর্বল, পা ফুলে গেছে। তাকে ঢামেকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওর্য়াডে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।

মো. জামাল জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে এক চিকিৎসক (কথিত ডা. আশিক) রোগীর কাছে আসেন। এসময় ওই চিকিৎসক রোগীকে নিয়ে দশ তলায় যেতে বলেন। তিনি বলেন, সেখানে তার পরীক্ষা-নিরিক্ষা করা হবে এবং বড় ডাক্তার তাকে দেখবে। ওই চিকিৎসকের সঙ্গে তারা রোগীকে নিয়ে দশতলায় যান। সেখানে তাকে একটি কক্ষে নিয়ে বসান ওই চিকিৎসক। তখন রোগীর ভাই চিকিৎসককে বলেন, সকাল আটটা বেজে গেছে, তার খাবারের সময় হয়ে গেছে, তার জন্য খাবার আনতে হবে। এসময় ওই চিকিৎসক তাকে বলেন, যান খাবার নিয়ে আসেন।

জামাল আরও জানান, খাবার নিয়ে ফিরে এসে সেখানে রোগীকে পাননি তিনি। ওই চিকিৎসক তাকে জানান, রোগীকে আরেক চিকিৎসক সাততলায় নিয়ে গেছেন। আপনি ২ ঘণ্টা পরে আসেন, তাকে আবার এখানে নিয়ে আসবে। এরপর থেকে আর রোগীকে পাওয়া যায়নি।

তিনি বলেন, বারবার রোগীর খোঁজ নিতে গেলে চিকিৎসকরা বিরক্ত হয়ে বলেন- আপনার রোগী কোথায় গেছে আমরা কিভাবে বলবো। এভাবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। কিন্তু রোগীর কোনও সন্ধান পাইনি। পরে বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড মাস্টার রিয়াজ এবং সেখানে কর্মরত আনসারসহ সকলকে জানাই। তাদের পরামর্শে হাসপাতালের পুলিশ ফাঁড়িকে জানিয়েছি।

তিনি জানান, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হককে বিষয়টি জানানো হয়েছে। তিনি রোগীর স্বজনদের শাহবাগ থানায় পাঠান। শাহবাগ থানা রোগীর স্বজনদের অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে। যার নম্বর ১৮৬৪। রাত নয়টায় পর্যন্ত রোগীকে পাওয়া যায়নি।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ওই রোগীর স্বজনরা আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা এ নিয়ে কাজ করছি। এর সঙ্গে কারা জড়িত রয়েছে, তাও দেখা হচ্ছে। আমাদের লোক এ বিষয়ে কাজ করছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদনের দ্বিতীয় পর্যায়ের প...

 রাশিয়ার দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ

রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কিনেছিল জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়...

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি

আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন জেলা...

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আজই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

আরিয়ানই আমার ভবিষ্যতের আস্থা : শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা