জাতীয়

নারী প্রতারকের খাবার খেয়ে অজ্ঞান রোগীর স্বজন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর স্বজন অজ্ঞাত নারী প্রতারকের খাবার খেয়ে অজ্ঞান হয়ে বিশ হাজার টাকা খুইয়েছেন। তার নাম নাসির মিয়া (৩৫)। রোগীর স্বজনের অভিযোগ নাসিরের কাছে ২০ হাজার টাকা ছিল, পরে তা আর পাওয়া যায়নি। টাকাগুলো খোঁয়া গেছে এবং ঘটনার পর থেকে ওই নারীকে পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।

নাসিরের স্বজন জানিয়েছেন, তাদের রোগী গোলেনা বেগম (২৫) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আজ (মঙ্গলবার) সকালে আসেন। সাথে ছিল রোগীর মা ও ভগ্নিপতি নাসির। পরে ওই ওয়ার্ডের বারান্দায় বসে ছিলেন নাসির, সেখানে বেশ কিছু সময় পার হওয়ার পর এক মহিলার সাথে পরিচয় হয় তাদের। এক সময় মহিলা তাদের জানিয়েছেন তারও রোগী আছে ভর্তি। এভাবে তাদের সাথে সম্পর্ক হয়।

এক পর্যায়ে ওয়ার্ডের গেইটের বাহিরে বাহিরে গিয়ে তার সাথে নাস্তা খেয়েছেন নাসির। পরে আস্তে আস্তে অচেতন হয়ে পড়েন নাসির। এক সময় রোগীর মা নাসিরের পুন্নিসা তাকে (নাসির) ডাকাডাকি করেন, কিন্তু তার কোন সাড়া না পেয়ে আশপাশের লোকজনের মাধ্যমে তাকে সেখান থেকে উদ্ধার করে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাসিরের পাকস্থলী পরিস্কার করে দেন।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল খান বলেন, বিষয়টি শুনেছি এবং ওই রোগীকে পাকস্থলী পরিস্কার করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা আনসারের প্লাটুন কমান্ডার শাহ আলম বলেন, বিষয়টি জেনে কর্তৃপক্ষকে জানিয়েছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

সান নিউজ ডেস্ক: আজ ২৩ এপ্রিল, বিশ...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

কাতারের সঙ্গে ১০ চুক্তি-সমঝোতা সই 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও কাতা...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা