জাতীয়

পশু আনতে চালু হচ্ছে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় কোরবানির পশু আনতে আগামী ১৭-১৯ জুলাই বিশেষ ট্রেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৬ জুলাই ) বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি।

তিনি জানান, ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আরও আগে ক্যাটল সার্ভিস পরিচালনার কথা ছিল কিন্ত চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাওয়া ও পশুর হাট শুরু নিয়ে বিভিন্ন সরকারী নির্দেশনা থাকার কারণে ১৭, ১৮ ও ১৯ জুলাই পরিচালনা করা হবে বিশেষ ওই সার্ভিস।

গত বছর শুধুমাত্র ময়মনসিংহ ও জামালপুর থেকে গরু পরিবহন করা হলেও এবার এর সাথে যোগ হচ্ছে উত্তরবঙ্গ। গরু ব্যবসায়ী ও খামারিরা যাতে ভোরবেলা ঢাকায় এসে পশুর হাট সময়মত ধরতে পারে সে জন্য তাদের সাথে আলোচনা করে ট্রেনের শিডিউল নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন দুপুর থেকে পশু বুকিং শুরু হবে এবং বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেন। রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নামানো হবে সেসব গরু। সব এলাকা থেকে ঢাকায় গরু আনতে গরু প্রতি খরচ পড়বে ৫০০ টাকা। উত্তরের জেলা সিরাজগঞ্জ, নাটোর, পাবনার গরু পরিবহন হবে এবার। তাদের চাহিদামত লাগলে আরও ট্রেন বাড়ানো হবে।

আপাতত তিনটি ট্রেন প্রস্তুত আছে জানিয়ে মোহসি বলেন, ব্যবসায়ী ও খামারিদের চাহিদামত প্রয়োজন মত বাড়তি ট্রেনেরও ব্যবস্থা আছে তাদের। পশু বুকিংয়ের জন্য স্থানীয় রেলস্টেশনে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

এরআগে ঢাকায় কোরবানির হাট শুরুর দিন থেকেই ক্যাটল সার্ভিস চলবে জানিয়ে মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে এরই মধ্যে ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা।

মন্ত্রী বলেন, এরই মধ্যে ব্যাপারী ও খামারিদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে। সবার সঙ্গেই আমাদের লোকজন যোগাযোগ করছেন।

মন্ত্রী আরও বলেন, এসব পশু আনতে খরচ খুবই কম। চাহিদার ওপর নির্ভর করে যে কয়টা ট্রেন আমাদের দরকার হবে, সেই কয়টা ট্রেন দেওয়া হবে।
নিরাপদে পশু পরিবহনে নিয়োজিত থাকবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আর এনবি ও রেলওয়ে পুলিশ।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা