ছবি: সংগৃহীত
জাতীয়

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা বুধবার 

জেলা প্রতিনিধি: আগামী বুধবার রংপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে রংপুর বিভাগের ৮ জেলায় সাজ সাজ রব বিরাজ করছে।

আরও পড়ুন: সংকট মোকাবিলার মনোবল থাকতে হবে

বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুলের মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এ জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন দলীয় নেতারা।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে আওয়ায়ী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি রংপুর অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। আসন্ন সংসদ নির্বাচনের পূর্বে দেশজুড়ে রাজনৈতিক কর্মসূচি উত্তাপ চলাকালে তার এ সফরকে ঘিরে সব মহলে আলোচনা চলছে।

আরও পড়ুন: ভিসানীতি প্রয়োগ করা উচিত

এদিকে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে সমাবেশে অংশ নিতে আগ্রহীদের যাতায়াতের সুবিধার জন্য ৮ টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিশেষ এ ট্রেনগুলো রংপুরে আসবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে ৮ টি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধান বিচারপতির সাথে সিইসির বৈঠক

এগুলো হলো- পঞ্চগড় স্পেশাল, ঠাকুরগাঁও স্পেশাল, দিনাজপুর স্পেশাল, বুড়িমারী স্পেশাল, লালমনিরহাট স্পেশাল, উলিপুর স্পেশাল, কুড়িগ্রাম স্পেশাল ও বোনারপাড়া স্পেশাল ট্রেন।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ভাড়া দেওয়া সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন। ট্রেনগুলো সকাল সোয়া ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে রংপুরে পৌঁছাবে।

রংপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেডেন্ট শংকর গাঙ্গুলি জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বিশেষ ৮ টি ট্রেন চলাচল করবে। ইতিমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

আরও পড়ুন: শর্তসহ বিএনপিকে সমাবেশের অনুমতি

তিনি আরও জানান, স্টেশনের ৪ টি লাইনের বাইরে অতিরিক্ত ট্রেনগুলো মীরবাগ ও শ্যামপুর স্টেশনে রাখা হবে। সময়সূচী নির্ধারণ করা হয়েছে। বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি। অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো সময়মতো চলাচল করবে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট এবিএম জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর রংপুর সফর উপলক্ষ্যে দিনাজপুর থেকে ১ টিসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে ১ টি করে বিশেষ ট্রেন দিনাজপুরের ওপর দিয়ে যাবে বলে জেনেছি।

আরও পড়ুন: সোহরাওয়ার্দীতে বিএনপির জনসমাবেশ

তিনি জানান, এখনও অফিসিয়াল চিঠি পাইনি। তবে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসভায় অংশগ্রহণকারীরা যাতে নিরাপদে কোনো ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুর জনসমুদ্রে পরিণত হবে। আমরা ধারণা করছি, ১০ লাখেরও বেশি মানুষ তাতে অংশ নেবেন।

প্রসঙ্গত, সমাবেশে অংশ নিতে সাধারণ মানুষের সুবিধার্থে ৮ টি রুটে ১০ টি বিশেষ ট্রেন চলাচল করবে। ভাড়া প্রদান সাপেক্ষে নেতাকর্মীরা এ ট্রেন সার্ভিস ব্যবহার করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

কেশবপুরে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুরঃ আগামী ০৮ ই মে ২০২৪, রোজ বুধবা...

আফ্রিকায় ভারী বৃষ্টি, নিহত ১৫৫

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হ...

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৮টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ...

মাকে গলা কেটে হত্যা করল ছেলে

জেলা প্রতিনিধি: বিয়ে না দেওয়ায় চা...

থাইল্যান্ডের প্রতি বিনিয়োগের আহ্বান 

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের ব্...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের মধ্যে রোববার (২৮ এপ্রিল)...

আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৬১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা