জাতীয়

চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধে সময় ১৪ দিন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার (১৪মার্চ) এই আদেশ দেন।

আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালত বিষয়টি খারিজ করে দেয়ার ফলে অবৈধ এসব ভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আর কোনো বাধা রইল না। এখন ১৪ দিনের মধ্যে এসব অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে।

আদালতে ইট ভাটার পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু। আর রিটকারীদের পক্ষে আইনজীবী ছিলেন মনজিল মোরসেদ।

গণমাধ্যমকে মনজিল মোরসেদ বলেন, আদালত চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশ স্থগিত চেয়ে রাউজান থানার ১৮টি ভাটার মালিক আপিল করেন। আপিল বিভাগ ওই আবেদনের শুনানি নিয়ে তাদের আবেদন খারিজ করে দিয়েছে।

আইনজীবী বলেন, ২০২০ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া গড়ে ওঠা সব অবৈধ ইটভাটা বন্ধে নির্দেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে কাঠ ও পাহাড়ের মাটি জ্বালানি হিসেবে ব্যবহার করে, এমন ইটভাটার তালিকাও দাখিলের নির্দেশ দেয়া হয়।

এর আগে চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধে দুই সপ্তাহ বেধে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ।

গত ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে ১৪ কার্যদিবস সময় দিয়ে আদেশ দিয়েছিল হাইকোর্ট। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।

পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

চট্টগ্রামের যে ৭১টি অবৈধ ইটভাটাকে এরই মধ্যে জরিমানা করা হয়েছে, সেগুলোসহ সব অবৈধ ইটভাটা বন্ধ করে ১৮ ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম প্রশাসন ও সেখানকার পরিবেশ অধিদফতরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। আদেশ পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ করেন রিটকারী। আদালত সে আবেদনের শুনানি নিয়ে শেষবারের মতো সময় দিয়েছিলেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯)-এর ৪ ধারা অনুযায়ী, কোনো ইটভাটা লাইসেন্স ছাড়া চালানো যাবে না। এর ব্যত্যয় হলে আইনের ১৪ ধারা অনুসারে ২ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৬ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কি.মি বেগে ঝড়ে...

আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার...

ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভারতকে সরিয়ে টেস্টে শীর্ষস্থান দখল করেছে অস...

পাহাড় ধসে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই কিলো...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শুক্রবার (৩ মে) বেশ কিছু খ...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদরে পুকুরের পানিতে ডুবে দুই ভ...

তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে যে তাপপ্র...

বৃষ্টিতে বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা