জাতীয়

মার্চ মাসেও সম্ভব হবে না বইমেলা : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে আগামী মার্চ মাসেও একুশে বইমেলা আয়োজন সম্ভব হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। তবে এপ্রিলে পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলা আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানান তিনি।

রোববার (১৭ জানুয়ারি )বাংলা একাডেমিতে বইমেলা আয়োজক কমিটির বৈঠক। সেখানেই বইমেলা আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, এপ্রিল মাসে বইমেলা আয়োজনে ঝড়-বৃষ্টি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্রকাশক ও লেখকরা। বাংলা একাডেমির একটি সূত্রে জানা গেছে, রীতি অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই অমর একুশে বইমেলা শুরু হয়।

কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসে বইমেলা হচ্ছে না। লেখক-প্রকাশকরা মার্চে বইমেলার জন্য প্রস্তুতি নিলেও গত বুধবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ জানিয়েছেন, মার্চেও শারীরিক উপস্থিতিতে বইমেলা আয়োজন সম্ভব হবে না।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে শারীরিক উপস্থিতিতে বইমেলা অনুষ্ঠিত না হলেও একুশের বইমেলার ধারাবাহিকতা ঠিক রাখতে ফেব্রুয়ারিতে অনলাইন প্ল্যাটফর্মে বইমেলার শুরুর পরিকল্পনা রয়েছে। পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন করা হবে।

তবে ভার্চুয়াল বইমেলা মূল বইমেলার বিকল্প নয়, একুশের বইমেলার ধারবাহিকতা ঠিক রাখার জন্যই এমনটা ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে আগামী রোববার বৈঠকের মাধ্যমে মেলা সংশ্লিষ্ট প্রকাশক-লেখকদের সঙ্গে মতবিনিময় করবে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। তারপর ফেব্রুয়ারিতে ভার্চুয়াল বইমেলা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন বলেন, ‘এখন পর্যন্ত আমরা মনে করছি মার্চেও শারীরিক উপস্থিতিতে বইমেলা আয়োজন সম্ভব না। এপ্রিলেও সম্ভব হবে কি না, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। এ অবস্থায় মেলা সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজনের দীর্ঘ দিনের চর্চার বিষয়টি আমাদের ভাবনায় রয়েছে।

শারীরিক উপস্থিতির বইমেলা অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।এদিকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছি। সেভাবেই আমাদের প্রকাশকরা প্রস্তুতি নেবে।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘করোনা পরিস্থিতি ঠিক না হলে আমি ব্যক্তিগতভাবে বইমেলা আয়োজনের পক্ষে নই।

এপ্রিলে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন বইমেলা হতে পারে। এ ক্ষেত্রে ঝড়-বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে।’ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক বলেন, ‘এপ্রিলে বইমেলা হলে ঝড়-বৃষ্টিতে বই নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সরকার যদি বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা করে তবে বইমেলা হতে পারে। আমরা মেলা আয়োজনের জন্য অপেক্ষায় রয়েছি ‘

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দ...

ডাকসু নির্বাচনে মব সৃষ্টি করে ছাত্রদলকে বাধা দেয়া হয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন...

রূপলাল-প্রদীপকে মারধরে জড়িত অনেকে চিহ্নিত, গ্রেপ্তার নেই

রংপুরের তারাগঞ্জে দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও...

বলিভিয়ার মানুষ  দীর্ঘ দুই দশকের বামপন্থী শাসন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে

দুই দশক ধরে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া শাসন করছে বামপন্থী মুভমেন্ট অব সোশ্যাল...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জা...

সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন জেলা...

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আজই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

আরিয়ানই আমার ভবিষ্যতের আস্থা : শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা