জাতীয়

আগামী বছরের এপ্রিল থেকে রাজধানীতে ‘সবুজ বাস’

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর তথা ১ এপ্রিল ২০২১-এ রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে পরিক্ষামূলকভাবে ‘বাস রুট রেশনালাইজেশনে’র মাধ্যমে একটি রুটের আংশিক অংশে বাস চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।’

মঙ্গলবার (৮ ডিসেম্বর) গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘বাস রুট রেশনালাইজেশন' নামের কমিটির ১৪তম সভা শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন মেয়র। সকাল ১১টায় শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুই সিটি করপোরেশনের কর্মকর্তা, বাস মালিক সমিতির সভাপতি, বিআরটিসির চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিরা।

সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান, ২২টি কোম্পানির ৪২টি রুটে ৯টি ক্লাস্টারের মাধ্যমে বাস রুট রেশনালাইজেশনের যে প্রস্তাব আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে এসেছে, সেটি আমরা চূড়ান্তকরণ করেছি এবং এই সিদ্ধান্তের আলোকে উত্তর সিটি করপোরেশনের ঘাটারচর ও দক্ষিণ সিটির মতিঝিলের একটি রুটের আংশিক অংশে পরিক্ষামূলক ভাবে ফ্রাঞ্চাইজি ব্যবস্থা চালু করব।

আগামী বছরের ৩১ মার্চের মধ্যে বাস রুট ফ্রাঞ্চাইজির সকল কার্যক্রম শেষ করার জন্য সিটি করপোরেশনের অংশীদারদেরকে নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যেই আমরা দায়িত্বগুলো তাদের মধ্যে ভাগ করে দিয়েছি এবং ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্তের আলোকে আমরা সবুজ রঙের বাস চালু করব।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, 'যানজটমুক্ত ঢাকা গড়তে আমরা বাস রুট ফ্রাঞ্চাইজি পাইলটিং চালু করছি। এটা করার সময় কোন জায়গা থেকে বাস বের হবে, কোথায় যাত্রী ছাউনি হবে, বাসের চালক ও হেলপারদের ড্রেস কোড কী হবে, মালিকদের দায়িত্ব কী হবে, এইসব বিষয়ে আমরা আলোচনা করেছি।

এই চ্যালেঞ্জগুলোকে বাস্তবায়ন করতে আমাদের তিন মাস সময় লাগবে। এবং এই সময়ের মধ্যে আমরা সমস্ত চ্যালেঞ্জ দূর করে আগামী এপ্রিল থেকে প্রাথমিকভাবে একটি রুটের আংশিক অংশে বাস চালু করব। পরবর্তীতে ধীরে ধীরে ঢাকা শহরের সমস্ত রুটে এই কার্যক্রম বাস্তবায়ন শুরু করব।'

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

অবৈধ আদেশ পালন করে জনরোষের শিকার পুলিশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরি...

ফেনী ছাত্রদলের তদন্ত কমিটি

ফেনীর জনপ্রিয় এক পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হুমকি ও ফেনী সরকারি কলেজ গ...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

আলুবীজের দরপতনে দুশ্চিন্তায় বগুড়া ও জয়পুরহাটের চাষিরা

আলুবীজ উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা। কিন্তু চলতি মৌসুমে ২৬ টাকা দরে বি...

বগুড়ায় পৌরসভার ঢালাই রাস্তার ওপর ইটের প্রাচীর নির্মাণ

বগুড়া শহরের শিববাটি এলাকায় পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা কেটে এবং ভেঙে বাড়ির সী...

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ...

কটিয়াদীতে বজ্রপাতে এক জন নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্জ্রপাতে মো: শাহজাহান (৪৫)ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা