জাতীয়

করোনা প্রতিরোধে বিমানবন্দরের সতর্কতা এবং একজন যাত্রীর জবানবন্দী

নিজস্ব প্রতিবেদক:
দেশ থেকে দেশে দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে দূরে থাকতে প্রবাসী বাংলাদেশি বা বিদেশি নাগরিকদের দেশে প্রবেশের ক্ষেত্রে নানা ধরণের সতর্কতার বিষয়টি নিয়ে শুরু থেকেই ছিল আালোচিত-বিতর্কিত। সারাদেশের বিমান-স্থল-নৌ বন্দরগুলোতে থার্মাল স্ক্যানার রয়েছে মাত্র একটি, শাহজালাল বিমান বন্দরে। বিষয়টি য়থেষ্ট উদ্বেগের বিধায় উচ্চ আদালত থেকে নির্দেশ দেয়া হয়েছে দেশের সব বন্দরে থার্মাল স্ক্যানার বসানোর। সোমবার পাঁচটি বন্দরে নতুন থার্মাল স্ক্যানার বসানোর সিদ্ধান্তও নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর দাবি, বিমানবন্দরে আসা সব দেশের উড়োজাহাজের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এর সবকিছু করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী।

কিন্তু যাত্রীদের অভিজ্ঞতা ভিন্ন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ টি থার্মাল স্ক্যানারের মধ্যে যে একটি স্ক্যানার সচল রয়েছে, সেটির ব্যবহারই যথাযথভাবে করা হচ্ছে না। এমন অভিযোগ জানিয়ে অনেকে বলছেন করোনা ভাইরাসের বিস্তার রোধে বিমানবন্দরে কর্তপক্ষের উদাসীনতায় বিস্মিত তারা। এমনই একজন প্রবাসি বাংলাদেশি লতিফুর রহমান। এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কর্তপক্ষের ব্যবস্থাপনার এক করুণ চিত্র তিনি তুলে ধরেন সান নিউজের কাছে।

সোহেল মুস্তাফা চৌধুরী নামের আরেক প্রবাসী বললেন, প্রায় দুই যুগ ধরে আছি কানাডায়। ব্যবসায়িক এবং পারিবারিক উদ্দেশ্যে মাঝে মধ্যেই দেশে আসতে হয়। মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য হিসেবে দেশের মলিন মুখটা খুব বেশি কষ্ট দেয়। করোনা ভাইরাসে মতো একটি বৈশ্বিক সংকটের মধ্যে এই মুহুর্তে বাংলাদেশও রয়েছে। বিদেশ থেকে এখানে আগত যাত্রীদের বেলায় অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হবে বলেই ধারণা ছিল। আসছি কানাডা থেকে, কিন্তু ট্রানজিট ছিল দুবাই। কানাডাও এখন করোনা আক্রান্ত, দুবাই-এর অবস্থা আরও ভয়াবহ। ভেবেছিলাম এসব দেশ থেকে যারা বাংলাদেশে আসছেন তাদের সবাইকে কঠোরভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কিন্তু প্রথম ধাক্কাটা খেলাম বিমান থেকে নামর আগেই। সেখানে আমাদেরকে দুটো দুটো ফরম দেয়া হল। একটা ইমিগ্রেশনের। আরেকটা হেলথ ডেক্লারেশনে, যেখানে ব্যাখ্যা করতে হয় যে, কোন দেশ থেকে আসা হচ্ছে, গত দুই সপ্তাহের মধ্যে চীনে ভ্রমণ করা হয়েছে কিনা, কারো জ্বর আছে কিনা ইত্যাদি। ব্যাস ওই পর্যন্তই। ফরম দুটো পূরণ করলেও তা ফেরত দেয়ার জন্য কাউকে খুঁজে পেলাম না। বিমান যখন রানওয়েতে তখন শনিবার রাত ১১ টা।

ইমিগ্রেশনে প্রবেশের আগে করোনাভাইরাসজনিত স্বাস্থ্য পরীক্ষার একটি ডেস্ক দেখতে পেলাম।তবে সেখানে কাউকে চোখে পড়ল না। তার ঠিক আগে আগে রয়েছে একটি থার্মাল স্ক্যানার মেশিন, যার মাধ্যমে যাত্রীদের স্ক্রিনিং করা হয়। অর্থাৎ কারো জ্বর থাকলে এই স্ক্যানারে সেটা ধরা পড়বে।
অন্য বিমানবন্দরে দেখেছি, এরকম একাধিক স্ক্যানার বসিয়ে লোকজন কড়া দৃষ্টিতে মনিটরের দিকে তাকিয়ে থাকেন। যাদের সন্দেহ হচ্ছে, হাতের জ্বর মাপার মেশিন দিয়ে আবার পরীক্ষা করা হচ্ছে। সেখানে এ নিয়ে সতর্কতার বিষয়টি সহজেই জেরে পড়ার মতো।

করোনাভাইরাস নিরাপত্তায় যে সতর্কতা প্রয়োজন তার কিছুই টের পেলাম না ঢাকা বিমানবন্দরে। এখানে থার্মাল স্ক্যানার মনিটরের দিকে কেউ তাকানোর মতো ছিলেন না, অর্থাৎ কোন মানুষই ছিল না। ভেবেছিলাম কড়া স্বাস্থ্য পরীক্ষাসহ আরও বেশ কিছু আনুষ্ঠানিকতায় সময় লেগে যাবে অনেক। ধারণা ভুল প্রমানিত হল। খুব সহজে এবং খুব দ্রতই বের হয়ে এলাম বাইরে। কেউ ডেকে কিছু জিজ্ঞেসও করলেন না। কোন স্বাস্থ্যকর্মী চোখে পড়ল না। দেখা মিলল কয়েকজন নিরাপত্তা কর্মী আর পরিচ্ছন্নতাকর্মীর। বিমানে দেয়া ফরম দুটো কোথায় জমা দেব, পুলিশের একজনকে জিজ্ঞেস করলেও তিনি চুপ করে রইলেন।

উল্লেখ্য এর আগে বিবিসি বাংলার দুই সংবাদদাতা সাইদুল ইসলাম এবং আফরোজা নিলাও ঠিক এমন অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন বিবিসি’র অনলাইন পোর্টালে

এদিকে শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ সান নিউজকে বলেন, “যাত্রীদের অভিযোগ সত্য নয়। আমাদের চিকিৎসক ও নার্সরা পালা্ক্রমে ২৪ ঘন্টাই কাজ করছেন। প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্যানারের ভেতর দিয়ে যেতে হচ্ছে। কারো যদি তাপমাত্রা পাওয়া যায়, তাহলে তাকে আবারও পরীক্ষা করা হচ্ছে।”
তার দাবি, একজন চিকিৎসক সবসময়েই এই মনিটরের দিকে লক্ষ্য রাখেন। সেটা হয়তো বাইরে থেকে অনেকে বুঝতে না পারেন। কিন্তু সবসময়েই সেখানে নজরদারি করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

জুলাই সনদ হস্তান্তরের দিন আজ, অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন

জাতীয় ঐকমত্য গড়তে দীর্ঘ সময় ধরে আলোচনা শেষে আজ (মঙ্গলবার) জুলাই জাতীয় সনদের চ...

সচিবালয়ের পথে শিক্ষকরা, কর্মবিরতি গড়াল দ্বিতীয় দিনে

২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এ...

জাতীয় নির্বাচন হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়...

হতাশ হয়ে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর দ...

ভোজ্যতেলের দাম লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়লো

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা