জাতীয়

মাস্ক-স্যানিটাইজারের দাম বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা; বন্দরগুলোতে স্ক্যানার বসানোর নির্দেশ হাইকোর্টের

সান নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার সাথে সাথেই বাড়ছে বিভিন্ন ধরণের গুজব, সঙ্গে এক শ্রেণীর সুবোধাভোগী ব্যবসায়ীদ লুফে নিচ্ছেন অনৈতিক ব্যবসা। করোনা আতঙ্কের পাশাপাশি ভাইরাস প্রতিরোধে সতর্ক তা অবলস্বন করতে গিয়ে সাধারন মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। কারণ ফেইস মাস্ক, স্যানিটাইজারসহ প্রয়োজনীয় উপকরণগুলোর দাম অস্বাভাবিক পর্য ায়ে পৌছেছে। কোথাও কোথাও তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। বিষয়টি নজরে এসেছে আদালতেরও ।

তাই মাস্ক-স্যানিটাইজারসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের দাম বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নজরদারির নির্দেশনা দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের জমা দেয়া প্রতিবেদনের ওপর এক শুনানিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের যৌথ বেঞ্চ এসব নির্দেশনা দেন।

এর আগে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দেয়া প্রতিবেদনটি হাইকোর্টে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল-মাহমুদ বাশার। গত ৫ মার্চ করোনার বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চায় হাইকোর্ট । তার পরিপ্রেক্ষিতে দেয়া প্রতিবেদনে বলা হয়, সব সরকারি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসার জন্য আলাদা ইউনিট এবং সব বেসরকারি হাসপাতালে এ সংক্রান্ত সেল খোলার নির্দেশনা দেয়া হয়েছে।

পরে হাইকোর্ট নির্দেশনায় বলেন, দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে পর্যাপ্ত থার্মাল স্ক্যানার বসাতে হবে। বিশেষ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি থার্মাল স্ক্যানারের মধ্যে দুটি নষ্ট থাকায় অবিলম্বে এগুলোকে সচল করতে হবে।

করোনা কেন্দ্র করে মাস্কসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মূল্য নিয়ে কেউ যাতে অনৈতিক ব্যবসা করতে না পারে, সে জন্য প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে মনিটর করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া করোনাভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাড়তি কথা না বলার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। বাড়তি কথায় আতঙ্ক সৃষ্টি হতে পারে এমনটি মাথায় রেখে এ নির্দেশনা দিয়েছেন আদালত।

বিদেশ থেকে কেউ এলে সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে করোনাভাইরাস নেই- এ সম্পর্কিত (সংশ্লিষ্ট দেশের) নিশ্চয়তাপত্র থাকতে হবে বলেও নির্দেশনায় বলা হয়।

উল্লেখ্য, গতকাল রবিবার প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত ৩ রোগী শনাক্ত হয়। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

তবে আজ সোমবার (৯ মার্চ )সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই ৩ জনের পর আর কারোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন ইন্তেকাল করেছেন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন।

আহতদের খোঁজ না মেলায় শেখ হাসিনাসহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায়...

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ...

প্রবাসীর জমি দখল ও জোরপূর্বক ধান কাটার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পৈত্রিক সম্পত্তির...

তুমুল প্রেম, হঠাৎ বিচ্ছেদ—তাহসান ও রোজার সম্পর্কে কী ঘটেছিল?

ঠিক এক বছর আগে, বিনোদন অঙ্গনকে চমকে দিয়ে বিয়ের খবর জানান জনপ্রিয় গায়ক ও অভিনে...

বিএনপির বিরুদ্ধে যারা অপব্যাখ্যা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে...

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের অবস্থা সংকটাপন্ন

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাস...

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় ডাকাত দলের এক সদস্যক...

সান নিউজের সাংবাদিক সবুজের বাবা মারা গেছেন

সাংবাদিক কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল...

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ইন্স্যুরেন্স কর্মকর্তা ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা