আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “৬৪ জেলার ৩০০ সংসদীয় আসনে চূড়ান্তভাবে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি কক্ষ এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ থাকবে।” সব মিলিয়ে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।
ইসি সচিব আরও জানান, অস্থায়ীভাবে ১৪টি ভোটকেন্দ্র রাখা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার ভোট প্রদান করবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “এই সংখ্যাগুলো ‘ক্যাচমেন্ট এরিয়া’ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে কিছু সমন্বয় আনা হতে পারে।”
প্রাথমিক খসড়ায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,৬১৮টি, যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে কিছুটা বাড়ানো হয়েছে। আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২,১৪৮টি। অর্থাৎ এবার কেন্দ্র বেড়েছে ৬১৩টি। তবে এবার ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমানো হয়েছে—দ্বাদশ নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি, যা এবার নেমে এসেছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি-তে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের সুবিধা, নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের অবস্থান ও কক্ষ বিন্যাস যাচাই করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করেই তালিকাটি চূড়ান্ত করা হয়েছে।
ইসি সূত্র জানায়, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সংস্থা যৌথভাবে কাজ করবে। প্রয়োজন অনুযায়ী নতুন কেন্দ্র স্থাপন বা কিছু কেন্দ্রের অবস্থান পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।
সাননিউজ/এও